Top 350 ভূগোল জিকে প্রশ্ন

61.ভারতের বৃহত্তম বায়ুকল অবস্থিত ?
A.তামিলনাড়ুর চেন্নাই
B. তামিলনাড়ুর মুপান্ডাল
C. সুন্দরবন
D.কোনটি নয়

Ans-B. তামিলনাড়ুর মুপান্ডাল

62.ভারতের যে শহরে প্রথম বিদ্যুৎ এর ব্যবহার  শুরু হয় ?
A. ওড়িশা
B. ঝাড়খন্ড
C.ব্যাঙ্গালুরু
D. ছত্তিসগড়
Ans-C.ব্যাঙ্গালুরু

63. ভারতের বৃহত্তম জলধারা ?
A. জোহর সাগর
B. গান্ধী সাগর
C.গোবিন্দ সাগর
D. গোবিন্দবল্লবপন্থ সাগর
Ans-D. গোবিন্দবল্লবপন্থ সাগর

64. ভারতের  প্রাচীন তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
A.রানীগঞ্জ
B.নাভেলি
C. ঝরিয়া
D. করবা
Ans-A.রানীগঞ্জ

65. নিচের কোন সংস্থানটি তাপবিদ্যুৎ ঊৎপাদন এর সঙ্গে সম্পৃক্ত?
A. ও এন জি সি
B.এন টি পি সি
C.এন এইচ পি সি
D. এন জি আর আই
Ans-B.এন টি পি সি

Top 100 Science GK Questions
66.কোনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নয় ?
A.গুজরাট এর চারুকা পার্ক
B. রাজস্থানের ধীরুভাই আম্বানি পার্ক
C.মহারাষ্ট্রের ওসমানাবাদ
D.কর্ণাটকের যোগমাট্টি

Ans-D.কর্ণাটকের যোগমাট্টি

67. ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা কোনটি
A. ও এন জি সি
B. এন এইচ পি সি
C.সি আই এল
D. ইউ সি জি
Ans-C.সি আই এল

68.ভারতের বৃহত্তম তৈলখনিটি হলো ?
A. নাহারকোটিয়া
B. বোম্বেহাই
C.ডিগবয়
D. আঙ্কলেসর
Ans-B. বোম্বেহাই

69.কোল ইন্ডিয়া এর সদর দপ্তর কোন শহর এ ?
A. ওড়িশা
B. কলকাতা
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিসগড়
Ans-B. কলকাতা

70. সাদা কয়লা বলা হয়
A. গ্রাফাইট
B.জলবিদ্যুৎ
C.সৌরবিদ্যুৎ
D.খনিজতেল
AnsB.জলবিদ্যুৎ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.