Top 350 ভূগোল জিকে প্রশ্ন

301.রাঁচি মালভুমির পশ্চিমাংশকে কি বলা হয়?
(A) প্যাট
(B) মালনাদ
(D) ময়দান
(D) ডেকান ট্র্যাপ

Ans- (A) প্যাট ( ছোটনাগপুর মালভুমির পশ্চিমাংশ বা নেতার হাট অঞ্চল এই মালভুমির উঁচু অংশ যা ‘প্যাট’ নামে পরিচিত)।

302. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
(A) পুলিকট
(B) সম্বর
(C) ডাল
(D) চিলকা
Ans- (D) চিলকা হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ (ওড়িশা উপকূলে এই উপহ্রদ অবস্থিত এই উপকূলের ওপর নাম উৎকল উপকূল। ভারত তথা এশিয়ার বৃহত্তম হ্রদ হল লেগুন এটি ওড়িশা তে অবস্থিত)।

303. তিস্তা নদীর ডানতীরের সমভূমিকে কি বলে ?
(A) তরাই
(B) ডুয়ার্স
(C) দুন
(D) উপরের কোনোটিই নয়
Ans- (A) তরাই বলে।

304. তিস্তা নদীর বামতীরের সমভূমিকে কি বলে ?
(A) বরেন্দ্রভূমি
(B) বদ্বীপ
(C) ডুয়ার্স
(D) রাঢ়
Ans- (C) ডুয়ার্স ( এখানকার কমলা লেবু জগৎ বিখ্যাত)।

305. ওড়িশা উপকূলের ওপর নাম কি ?
(A) উৎকল উপকূল
(B) করমন্ডল উপকূল
(C) কোঙ্কন উপকূল
(D) মালাবার উপকূল
Ans- (A) উৎকল উপকূল

306. ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি হল —
(A) নারকোন্ডাম
(B) ব্যারেন
(C) দোদাবেতা
(D) কার্ডামম
Ans-(B) ব্যারেন ( ব্যারেন ও নারকোন্ডাম এই দুই সুপ্ত আগ্নেয়গিরি বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জে অবস্থিত।ব্যারেন থেকে 1991, 1995 এবং 2006 সালে অগ্ন্যুৎপাত হয়েছিল)।

307. আয়তনের নিরিখে ভারতের ভারতের বৃহত্তম মালভূমি হল–
(A) লাদাখ
(B) দাক্ষিনাত‍্য মালভূমি
(C) ছোটনাগপুর মালভূমি
(D) মেঘালয় মালভূমি
Ans-(B) দাক্ষিনাত‍্য মালভূমি

308. কোন দুটি রাজ্যের উপকূলভাগ মিলিতভাবে ” উত্তর সরকার উপকূল ” নামে পরিচিত?
(A) পশ্চিমবঙ্গ ও ওড়িশা
(B) কেরল ও কর্ণাটক
(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
(D) কর্ণাটক ও মহারাষ্ট্র
Ans- (C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ ( অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত)।

309. “ভারতের খনিজ ভান্ডার” বলা হয় কোন মালভূমিকে ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) মেঘালয় মালভূমি
(C) বুন্দেলখন্ড মালভূমি
(D) লাদাখ মালভূমি
Ans- (A) ছোটনাগপুর মালভুমিকে ভারতের খনিজ বলা হয়।

310. ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি নিন্মলিখিত কোন হ্রদের তীরে অবস্থিত?
(A) চিলকা হ্রদ
(B) সম্বর হ্রদ
(C) পুলিকট হ্রদ
(D) লোকটাক হ্রদ
Ans- (C) পুলিকট হ্রদের তীরে এই গবেষণা কেন্দ্রটি অবস্থিত।(পুলিকট হ্রদ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমানায় অবস্থিত

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.