Top 350 ভূগোল জিকে প্রশ্ন
301.রাঁচি মালভুমির পশ্চিমাংশকে কি বলা হয়?
(A) প্যাট
(B) মালনাদ
(D) ময়দান
(D) ডেকান ট্র্যাপ
302. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি?
(A) পুলিকট
(B) সম্বর
(C) ডাল
(D) চিলকা
303. তিস্তা নদীর ডানতীরের সমভূমিকে কি বলে ?
(A) তরাই
(B) ডুয়ার্স
(C) দুন
(D) উপরের কোনোটিই নয়
304. তিস্তা নদীর বামতীরের সমভূমিকে কি বলে ?
(A) বরেন্দ্রভূমি
(B) বদ্বীপ
(C) ডুয়ার্স
(D) রাঢ়
305. ওড়িশা উপকূলের ওপর নাম কি ?
(A) উৎকল উপকূল
(B) করমন্ডল উপকূল
(C) কোঙ্কন উপকূল
(D) মালাবার উপকূল
306. ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরি হল —
(A) নারকোন্ডাম
(B) ব্যারেন
(C) দোদাবেতা
(D) কার্ডামম
307. আয়তনের নিরিখে ভারতের ভারতের বৃহত্তম মালভূমি হল–
(A) লাদাখ
(B) দাক্ষিনাত্য মালভূমি
(C) ছোটনাগপুর মালভূমি
(D) মেঘালয় মালভূমি
308. কোন দুটি রাজ্যের উপকূলভাগ মিলিতভাবে ” উত্তর সরকার উপকূল ” নামে পরিচিত?
(A) পশ্চিমবঙ্গ ও ওড়িশা
(B) কেরল ও কর্ণাটক
(C) ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
(D) কর্ণাটক ও মহারাষ্ট্র
309. “ভারতের খনিজ ভান্ডার” বলা হয় কোন মালভূমিকে ?
(A) ছোটনাগপুর মালভূমি
(B) মেঘালয় মালভূমি
(C) বুন্দেলখন্ড মালভূমি
(D) লাদাখ মালভূমি
310. ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রটি নিন্মলিখিত কোন হ্রদের তীরে অবস্থিত?
(A) চিলকা হ্রদ
(B) সম্বর হ্রদ
(C) পুলিকট হ্রদ
(D) লোকটাক হ্রদ