ভারতীয় ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর
![]() |
Top 350 ভূগোল জিকে প্রশ্ন | ভারতের নদ নদী সম্বন্ধীয় প্রশ্ন |
Daily GK Questions | Top 200 Basic GK in Bangla |
- কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা
(B) তাপ্তি
(C) মহানদী
(D) গোদাবরী
- ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরস্বতী
(D) কাবেরী
- ডিব্রুগর শহরটি কোন নদীর পাড়ে গড়ে উঠেছে?
(A) ব্রহ্মপুত্র
(B) কালসুবাই
(C) মহানদী
(D) ঝিলম নদীর পাড়ে
- ফিরোজপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) বিপাশা
(B) সতুদ্রু
(C) যমুনা
(D) সরস্বতী
- গোহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) ঝিলম
(B) বিতস্তা
(C) কাবেরী
(D) ব্রহ্মপুত্র
- আগ্রা শহর কোন নদীর পাড়ে গড়ে উঠেছে?
(A) যমুনা
(B) গোদাবরী
(C) সরস্বতী
(D) কাবেরী
- অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) তাপ্তি নদীর পাড়ে
(B) নর্মদা নদীর পাড়ে
(C) সরয়ূ নদীর পাড়ে
(D) সবরমতী নদীর পাড়ে
- আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) সবরমতী নদীর তীরে
(B) যমুনা নদীর তীরে
(C) ব্রাম্মনী নদীর পাড়ে
(D) গঙ্গা নদীর তীরে
- বদ্রিনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) যমুনা
(C) সরস্বতী
(D) কাবেরী
- কলকাতা নগরী কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা নদীর পাড়ে
(B) গোদাবরী নদীর ধারে
(C) কাবেরী নদীর তীরে
(D) হুগলী নদীর পাড়ে
Pages: 1 2