Top 350 ভূগোল জিকে প্রশ্ন

241.পীরপাঞ্জাল গিরিশ্রেণি হিমালয়ের নিন্মলিখিত অংশে অবস্থিত –
(A) Greater হিমালয় বা উচ্চ হিমালয়
(B) Trans-Himalayan-এর অংশবিশেষ
(C) Lesser হিমালয় বা মধ্য হিমালয়
(D) শিবালিক

Ans- (C) Lesser হিমালয় বা মধ্য হিমালয়ে অবস্থিত পিরপাঞ্জাল গিরিশ্রেণি।

242. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিক নিন্মলিখিত ভূখন্ড দ্বারা গঠিত-
(A) Cliff
(B) Autochthonous Nappe
(C) Fault Scarp
(D) Rocky
Ans- (C) Fault scarp

243. ভারতে অবস্থিত নিন্মলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
(A) হিমালয় পর্বত
(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
(C) আরাবল্লি পর্বত
(D) শিবালিক পর্বত
Ans- (C) আরাবল্লি পর্বত ( এটি প্রাচীনতম ভঙ্গিল পর্বত এবং ক্ষয়জাত পর্বতের উদাহরণ)

কিচ্ছু গুরুত্বপূর্ণ তথ্য
* আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর (1722 মিটার)
* এই অঞ্চলের অপর একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ মাউন্ট আবু (1158 মিটার)।
* এটি মধ্যভারতে অবস্থিত।
244. হিমালয় হল-
(A) ভঙ্গিল পর্বত
(B) স্তূপ পর্বত
(C) অবশিষ্ট পর্বত
(D) টেবিলল্যান্ড
Ans- (A) ভঙ্গিল পর্বত ( নবীনতম ভঙ্গিল পর্বত)।

245. হিমালয় পর্বতশ্রেণি হল-
(A) নবীনতম ভঙ্গিল পর্বত
(B) অবশিষ্ট পর্বত
(C) আগ্নেয়গিরি
(D) স্তূপ পর্বত
Ans- (A) নবীনতম ভঙ্গিল পর্বত

246. ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?
(A) পাললিক শিলা
(B) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা
(C) পলিমাটি
(D) লাভপ্রবাহ
Ans- (B) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* সমগ্র ঝাড়খণ্ড রাজ্য ও পশ্চিমবঙ্গের অংশবিশেষ নিয়ে এই মালভূমি গঠিত
* সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ (১৩৬৬ মিটার)
* ছোটনাগপুর মালভুমির পশ্চিমাঞ্চল বা নেতার হাট অঞ্চল এই মালভুমির উঁচু অংশ “প্যাট অঞ্চল ” নামে পরিচিত।
* ছোটনাগপুর মালভুমির উত্তর-পূর্ব কোনে রাজমহল পাহাড় অবস্থিত।
247. নিন্মলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমমন্ডল উপকূল নামে পরিচিত?
(A) কর্ণাটক
(B) কেরল
(C) ওড়িশা
(D) তামিলনাড়ু
Ans- (D) তামিলনাডু রাজ্যের উপকূল করমমন্ডল উপকূল নামে পরিচিত।

248. নীচের কোন বক্তব্যটি সঠিক নয়?
(A) দাক্ষিনাত‍্য মালভূমির ঢাল পশ্চিম দিকে
(B) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে ক্রমশ বৃদ্ধি পেয়েছে
(C) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা ক্রমশ পূর্বঘাট পর্বতের থেকে বেশি
(D) দাক্ষিনাত‍্য মালভুমির উত্তর পশ্চিম অংশ লাভগঠিত
Ans- (A) দাক্ষিনাত‍্য মালভুমির ঢাল পশ্চিম দিকে।

249. একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল-
(A) হিমালয়
(B সাতপুরা
(C) আরাবল্লি
(D) ব্যারেন দ্বীপ
Ans- (D) ব্যারেন দ্বীপ

250. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(A) কালসুবাই
(B) মহেন্দ্রোগিরি
(C) ধুপগড়
(D) অমরকণ্টক
Ans- (A) কালসুবাই (1646 মিটার)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.