Top 350 ভূগোল জিকে প্রশ্ন

281.মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় –
(A) প্লায়া
(B) বাগর
(C) কয়াল
(D) রান

Ans-(C) কয়াল

282. ” প্রাচ্যের নন্দনকানন” – নামে পরিচিত–
(A) কাশ্মীর উপত্যকা
(B) দেরাদুন উপত্যকা
(C) কাংড়া উপত্যকা
(D) কুলু উপত্যকা
Ans-(A) কাশ্মীর উপত্যকাকে প্রাচ্যের নন্দনকানন বলা হয় ( একে ভূস্বর্গও বলা হয়)।

283. ভারতের পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
(A) K2 বা গডউইন অস্টিন
(B) দাফাবুম
(C) মাউন্ট আবু
(D) অমরকণ্টক
Ans-(B) দাফাবুম

284. কন্নড় ভাষায় ” মালনাদ”- কথাটির অর্থ কি?
(A) সমভূমির দেশ
(B) মালভুমির দেশ
(C) পাহাড়ি দেশ
(D) বালুকাময় দেশ
Ans-(C) পাহাড়ি দেশ

285. দক্ষিণ ভারতের একটি গিরিপথ–
(A) জোজিলা
(B) নাথুলা
(C) জওহর সুড়ঙ্গ
(D) থলঘাট
Ans-(D) থলঘাট

286. কাশ্মীরের একটি প্রাকৃতিক প্রস্রবণ হল –
(A) বক্রেশ্বর
(B) তপ্তপানি
(C) ভেরনাগ
(D) উপরের কোনোটিই নয়
Ans-(C) ভেরনাগ

287. ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি?
(A) জাম্পুইটাং
(B) পাটকই
(C) নাগা
(D) লুসাই
Ans-(A) জাম্পুইটাং

288. মুরুস্থলি অঞ্চলের একমাত্র নদী–
(A) তাপ্তি
(B) মাহি
(C) নর্মদা
(D) লুনি
Ans-(D) লুনি ( এটি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এবং এই নদীটি হল অন্তর্বাহিনী নদী। এখানকার উল্লেখযোগ্য নদী হোল ” বানস”)।

289. পৃথিবীর উচ্চতম সেতু তৈরি হয়েছে (লাদাখ মালভূমি)–
(A) খাইবার গিরিপথে
(B) খারদুংলা গিরিপথে
(C) রোটাং গিরিপথে
(D) জোজিলা গিরিপথে
Ans-(B) খারদুংলা গিরিপথে

290. ভারতের উঁচু জলপ্রপাতের নাম কি ?
(A) হুড্রু জলপ্রপাত
(B) ত্রিকূট জলপ্রপাত
(C) গেরসোপ্পা জলপ্রপাত
(D) টেরিস জলপ্রপাত
Ans-(C) গেরসোপ্পা জলপ্রপাত ( এই জলপ্রপাতের ওপর নাম যোগ জলপ্রপাত।সরাবতী নদীর গতিপথে বিখ্যাত গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত অবস্থিত)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.