ক্রিকেট খেলা সম্বন্ধীয় প্রশ্ন
1.আধুনিক ক্রিকেট খেলার আবিস্কার হয় কোন দেশে?
(A) অস্ট্রোলিয়াতে
(B) ইংল্যান্ডে
(C) হল্যান্ডে
(D) ভারতে
2.কোন ভারতীয় ক্রিকেটার টেস্টে প্রথম সেঞ্চুরি করেন?
(A) মোহিন্দর অমরনাথ
(B) মুনসুর আলী পতৌদি
(C) লাল অমরনাথ
(D) সুনীল গাভাস্কার
3.পৃথিবীর শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যানের নাম কি?
(A) শচীন টেন্ডুলকার
(B) ব্রায়ান লারা
(C) ক্লাইভ লয়েড
(D) স্যার ডন ব্র্যাডম্যান
4.ক্রিকেট খেলার জনক কাকে বলা হয়?
(A) রাহুল দ্রাবিড়কে
(B) ব্রায়ান লারাকে
(C) জিমলে কার্টকে
(D) W.G. গ্রেসকে
5.ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত?
(A) 66 ফুট
(B) 22 ফুট
(C) 56 ফুট
(D) 59 ফুট
6.ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় কবে?
(A) 1983 সালে
(B) 1979 সালে
(C) 1975 সালে
(D) 1971 সালে
7.প্রথম একদিবশীয় ক্রিকেট ম্যাচ কোন দুটি দেশের মধ্যে হয়?
(A) ভারত ও অস্ট্রেলিয়া
(B) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
(C) ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড ও ইংল্যান্ড
8.স্কোর বোর্ডের ব্যবহার প্রথম কবে শুরু হয়?
(A) 1956 সালে
(B) 1964 সালে
(C) 1952 সালে
(D) 1971 সালে
9.ক্রিকেট খেলায় 6 বলে ওভার কবে থেকে শুরু হয়?
(A) 1900 সাল থেকে
(B) 1932 সাল থেকে
(C) 1902 সাল থেকে
(D) 1928 সাল থেকে
10.প্রথম টেস্ট ক্রিকেট খেলা কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?
(A) ভারত ও অস্ট্রেলিয়া
(B) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
(C) ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড
(D) নিউজিল্যান্ড ও ইংল্যান্ড