নদীর তীরে অবস্থিত ভারতের বিভিন্ন শহর

1.কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) শতদ্রু
(B) বিতস্তা
(C) চন্দ্রভাগা
(D) গঙ্গা

Ans- (D) গঙ্গা
(কানপুর শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত।
* কানপুর শহরটি উত্তরপ্রদেশের বৃহত্তম শহর)।

2.ফতেগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) শতদ্রু
(B) বিতস্তা
(C) ঝিলম
(D) গঙ্গা

Ans- (D) গঙ্গা
(ফতেগড় শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

3.মথুরা কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) বিতস্তা
(C) চেনাব
(D) বিপাশা

Ans- (A) যমুনা
(মথুরা শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

4.অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
(A) ঝিলম
(B) গোদাবরী
(C) সরয়ূ
(D) বিপাশা

Ans- (C) সরয়ূ
(অযোধ্যা শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

5.এতোয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) ঝিলম
(B) যমুনা
(C) চেনাব
(D) চন্দ্রভাগা

Ans- (B) যমুনা
( এতোয়া শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

6.ফারুকাবাদ কোন নদীর তীরে অবস্থিত?
(A) শতদ্রু
(B) রাভি
(C) গঙ্গা
(D) তাপ্তি

Ans- (C) গঙ্গা
(ফারুকাবাদ শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

7.বারাণসী কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা
(B) রাভি
(C) গঙ্গা
(D) তাপ্তি

Ans- (C) গঙ্গা
( বারাণসী শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

8.এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) রাভি
(C) ময়ূরাক্ষী
(D) বিয়াস

Ans- (A) গঙ্গা
(এখানে একটা কথা বলে রাখা ভালো এলাহাবাদ শহরটি গঙ্গা-যমুনার ত্রিবেণী সঙ্গমে গড়ে উঠেছে।
* এই শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

9.আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কাবেরী
(B) যমুনা
(C) গঙ্গা
(D) বিয়াস

Ans- (B) যমুনা
(আগ্রা শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত)।

10.আউরাইয়া শহরটি কোন নদীর পাড়ে গড়ে উঠেছে?
(A) ময়ূরাক্ষী
(B) যমুনা
(C) কংসাবতী
(D) বুড়িগঙ্গা

Ans- (B) যমুনা

আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন

https://t.me/gkindiabengali/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.