ঔপনেশিক শাসন এবং অর্থনীতি (MCQ)

GK BANGLA এর এই সেকশনটিতে ভারতে ইংরেজ তথা ঔপনেশিক শাসন ব্যবস্থা এবং অর্থনীতি সম্বন্ধে History MCQ দেওয়া হল।

1. “ভারত থেকে দেশীয় রাজ্যগুলিকে একেবারে বিলুপ্ত করে দেওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা”- বলেন কে?
(A) ডালহৌসি
(B) ওয়েলেসলির
(C) আর্মহাষ্ট
(D) আর্ল ময়রা

Ans-(A) ডালহৌসি

2. ভারত থেকে ইংল্যান্ডের দূরত্ব কত?
(A) 6000 মাইল
(B) 10000 মাইল
(C) 16000 মাইল
(D) 18000 মাইল
Ans-(A) 6000 মাইল

3. আর্ল ময়রা কত সালে লর্ড হেস্টিংস উপাধি পান?
(A) 1818 সালে
(B) 1820 সালে
(C) 1823 সালে
(D) 1816 সালে
Ans-(D) 1816 সালে

4. অবশিল্পায়ন মানেন-
(A) তরুমাৎসুই
(B) কৃষ্ণমূর্তি
(C) Both A & B
(D) মরিসন
Ans-(C) Both A & B

5. “1757 সালের পর সময়কে খোলাখুলি লির্লজ্জ লুঠপাতের রাজত্ব চলে”- কথাটি কে বলেন?
(A) ভিনসেন্ট স্মিথ
(B) পার্সিভ্যাল স্পিয়ার
(C) ব্রুকস
(D) এন.কে. সিনহা
Ans-(B) পার্সিভ্যাল স্পিয়ার

6. 1763 এর পরপর যুদ্ধে মীরকাসিম হারেন-
(A) মুনরো দ্বারা
(B) ম্যালেসন দ্বারা
(C) হলওয়েল দ্বারা
(D) অ্যাডাম দ্বারা
Ans-(D) অ্যাডাম দ্বারা
(কাটোয়া, গিরিয়া, উদয়নালার যুদ্ধে মীরকাসিম অ্যাডামের কাছে হারেন)।

7. কোম্পানির শাসনের “Steel Frame” (ইস্পাত কাঠামো)- বলা হয়-
(A) সামরিক বাহিনীকে
(B) পুলিশ বাহিনীকে
(C) সিভিল সার্ভিসকে
(D) বিচার ব্যবস্থাকে
Ans-(C) সিভিল সার্ভিসকে

8. কোন আইন দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কথা বলা হয়?
(A) 1789 এর আইন দ্বারা
(B) 1784 সালের আইন দ্বারা
(C) 1773 এর Regulating Act দ্বারা
(D) 1793 এর আইন দ্বার
Ans-(B) 1784 সালের আইন দ্বারা
(1784 সালের স্যার উইলিয়াম পিটের ভারত শাসন আইন দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কথা উল্লেখ করা হয়)।

9.অমৃতসরের সন্ধির সময় বড়লাট কে ছিলেন?
(A) চার্লস মেটকাফ
(B) লর্ড হার্ডিঞ্জ
(C) লর্ড মিন্টো
(D) লর্ড এলেনবরা
Ans-(C) লর্ড মিন্টো (লর্ড মিন্টোর দূত ছিলেন চার্লস মেটকাফ। যিনি 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহের সঙ্গে অমৃতসরের চুক্তি স্বাক্ষর করেছিলেন।)

10. “Board of Control”- তৈরি হয়-
(A) 1773 খ্রিস্টাব্দে
(B) 1784 খ্রিস্টাব্দে
(C) 1813 খ্রিস্টাব্দে
(D) 1833 খ্রিস্টাব্দে
Ans-(B) 1784 খ্রিস্টাব্দে (“Board of Control” 1858 সালের 2রা August বিলুপ্ত হয়।)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.