ঔপনেশিক শাসন এবং অর্থনীতি (MCQ)

11. চিরস্থায়ী বন্দোবস্তকে “A Bold, brave and wise measure” (একটি বিজ্ঞ সাহসী মূলক পদক্ষেপ)- কথাটি কে বলেন?
(A) রমেশচন্দ্র দত্ত
(B) টি.আর. হোমস
(C) মার্শম্যান
(D) থর্নটন

Ans-(C) মার্শম্যান

12. বেঠিক জোড় নয় কোনটি-
(A) সিন্ধিয়া – গোয়ালিয়রের
(B) হোলকার – বরোদা
(C) ভোঁসলে – ইন্দোর
(D) গাইকোয়ার – নাগপুর
Ans-(A) সিন্ধিয়া – গোয়ালিয়রের

13. মিথ্যা জোড় কোনটি-
(A) মহলওয়ারি – হোল্ট ম্যাকেন্জি
(B) রায়তয়ারি – মনরো
(C) ভাইয়াচরি -এলফিনস্টোন
(D) চিরস্থায়ী -জেমস গ্র্যান্ট
Ans-(C) ভাইয়াচরি -এলফিনস্টোন

14. পুলিশ থানা ব্যবস্থা চালু করেন-
(A) কর্ণওয়ালিশ
(B) ওয়েলেসলি
(C) ডালহৌসি
(D) ওয়ারেন হেস্টিংস
Ans-(A) কর্ণওয়ালিশ

15. রামমোহন আর্মহাস্ট কে চিঠি লেখেন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করে-
(A) 1813 সালে
(B) 1823 সালে
(C) 1827 সালে
(D) 1828 সালে
Ans-(B) 1823 সালে

16. বাংলার নদীপথের মানচিত্র তৈরি করেন-
(A) ফ্র্যাঙ্কল্যান্ড
(B) ক্যামেরন
(C) রেনল সাহেব
(D) জেমস গ্র্যান্ট
Ans-(C) রেনল সাহেব

17. কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেন?
(A) বালাজী বিশ্বনাথ
(B) প্রথম বাজীরাও
(C) দ্বিতীয় বাজীরাও
(D) মাধব রাও
Ans-(B) প্রথম বাজীরাও
(1720 -1740)।

18. কোন ব্যবস্থাকে “মনরো ব্যবস্থা”- বলা হয়?
(A) রায়তোয়ারি ব্যাবস্থাকে
(B) মহলওয়ারি ব্যাবস্থাকে
(C) ভাইয়াচারি ব্যাবস্থাকে
(D) ইজারাদারী ব্যাবস্থাকে
Ans-(A) রায়তোয়ারি ব্যাবস্থাকে

19. অবশিল্পায়নকে “অলীক কল্পনা”- বলেন কে?
(A) ড্যানিয়েল থর্নার
(B) থিওডর মরিসন
(C) মরিস ডেভিস মরিস
(D) অমিয় বাকচী
Ans-(C) মরিস ডেভিস মরিস (ইনি ছিলেন মার্কিন গবেষক)।

20. ভাইয়াচারি শাসন ব্যবস্থা কোথায় চালু হয়?
(A) বাংলায়
(B) পাঞ্জাবে
(C) বিহারে
(D) হায়দ্রাবাদে
Ans-(B) পাঞ্জাবে
(ভাইয়াচারি শাসন ব্যবস্থা চালু হয় 1824 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.