ব্রিটিশ আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা

1). ভারতে প্রথম প্রকাশিত সংবাদ পত্রের প্রকাশন কাল কত?
(A) 1780 সালের 29 শে জানুয়ারি
(B) 1780 সালের 29 শে মার্চ
(C) 1780 সালের 29 শে জুন
(D) 1780 সালের 29 শে সেপ্টেম্বর

Ans-(A) 1780 সালের 29 শে জানুয়ারি
(এই সংবাদ পত্রটির নাম হল “বেঙ্গল গেজেট” বা “হিকির গেজেট”)।

2). ভারতের প্রথম সংবাদ পত্রের নাম কি?
(A) দিকদর্শন
(B) ক্যালকাটা জার্নাল
(C) দি বেঙ্গল গেজেট
(D) সংবাদ কৌমুদি
Ans-(C) দি বেঙ্গল গেজেট
(এটির প্রতিষ্ঠাতা এবং প্রকাশক হলে হলেন জেমস অগাস্টাস হিকি।
* এটি ছিল ইংরেজি পত্রিকা
* পত্রিকাটি প্রকাশিত হয় 1780 সালের 29 শে জানুয়ারি
* এটি হিকির গেজেট নামেও পরিচিত)।

3). বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
(A) দিকদর্শন
(B) ক্যালকাটা জার্নাল
(C) দি বেঙ্গল গেজেট
(D) সংবাদ কৌমুদি
Ans-(A) দিকদর্শন
(এই পত্রিকাটি শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে।
* সম্পদনায় ছিলেন মার্শম্যান ও জন ক্লার্ক।
* এটি ছিল সাপ্তাহিক পত্রিকা)।

4). বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি?
(A) সমাচার দর্পন
(B) নীলদর্পন
(C) দিকদর্শন
(D) সোমপ্রকাশ
Ans-(C) দিকদর্শন
(1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মার্শম্যান ও জন ক্লার্কের সম্পাদনায় শ্রীরামপুর মিশনারী থেকে প্রকাশিত হয়)।

5). সমাচার দর্পন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
(A) জন ক্লার্ক
(B) ঈশ্বর গুপ্ত
(C) আলেকজান্ডার ডাফ
(D) জে.সি. মার্শম্যান
Ans-(D) জে.সি. মার্শম্যান
(1818 খ্রিস্টাব্দের 23 শে মে এই পত্রিকাটি বাংলা ভাষায় প্রকাশিত হয় ।
* এই পত্রিকা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হয় 1829 খ্রিস্টাব্দে জে.সি. মার্শম্যানের সম্পাদনায়।
* এটি ছিল মাসিক পত্রিকা)।

6). প্রথম সরকারি কাগজের নাম কি?
(A) ক্যালকাটা জার্নাল
(B) ক্যালকাটা গেজেট
(C) ক্যালকাটা ক্রনিকল
(D) ইন্ডিয়া গেজেট
Ans-(B) ক্যালকাটা গেজেট
(ক্যালকাটা গেজেট 1784 খ্রিস্টাব্দে তৈরি করা হয়।
* ক্যালকাটা ক্রনিকল 1886 স্থাপন করা হয়।
* ক্যালকাটা জার্নাল এই পত্রিকাটির সম্পাদক ছিলেন জে.সি. বাকিংহাম।
* ইন্ডিয়া গেজেট হলো কলকাতার দ্বিতীয় পত্রিকা।এটি প্রকাশিত হয় 1780 সালের নভেম্বর মাসে পিটার রিড ও বি. মেসিঙ্কের সম্পাদনায়)।

7). “হিকির গেজেট” বা “বেঙ্গল গেজেট” কবে বন্ধ হয়ে যায়?
(A) 1780 সালে
(B) 1823 সালে
(C) 1829 সালে
(D) 1782 সালে
Ans-(D) 1782 সালে (1782 খ্রিস্টাব্দের 23 শে মার্চ)।
(চালু হয় 1780 সালের 29 শে জানুয়ারি)।

8). কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1780 সালে
(B) 1781 সালে
(C) 1881 সালে
(D) 1791 সালে
Ans-(B) 1781 সালে

9). কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে কার নাম বিশেষভাবে জড়িত?
(A) জে.সি. মার্শম্যানের
(B) উইলিয়াম কেরীর
(C) ওয়ারেন হেস্টিংস
(D) আলেকজান্ডার ডাফ
Ans-(C) ওয়ারেন হেস্টিংস
(1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস মুসলিম আইন এবং ফার্সী ও আরবী শিক্ষার জন্য কলকাতা মাদ্রাসা স্থাপন করেন)।

10. 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন পাসের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) লর্ড লৰ্থ
(B) লর্ড এলেনবরা
(C) লর্ড মিন্টো
(D) লর্ড ময়রা
Ans-(A) লর্ড লৰ্থ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.