TOP 200 জীবন বিজ্ঞান GK
Biology GK in Bengali- (Life Science)
01). একটি উভয় লিঙ্গ প্রাণী ?
ক)আরশোলা
খ)কেঁচো
গ)মানুষ
ঘ)গরু
02). নিষিক্ত ডিম্বানুকে বলা হয় ?
ক)জাইগোট
খ)স্পোর
গ)জাইগোস্পোর
ঘ)কোনটিই নয়
03). উদ্ভিদে কলমের সাহায্যে জনন কে বলা হয়?
ক)যৌন
খ)অযৌন
গ)কৃত্রিম অঙ্গজ জনন
ঘ)অপুংজনন
04). কনজুগেশান ঘটে এমন উদ্ভিদ ?
ক)অ্যাগারিকাস
খ)ভিউ নারিয়া
গ)স্পাইরোগাইরা
ঘ)কোনটিই নয়
05). দ্বিনিষেক দেখা যায় এমন উদ্ভিদ ?
ক)ছোলা
খ)রেড়ি
গ)আম
ঘ)মোটর
06). গুপ্তবীজের সস্য ?
ক)ডিপ্লয়েড
খ)ট্রিপ্লয়েড
গ)হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড
ঘ)ট্রিপ্লয়েড
07).নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরি হয়?
ক)বিজে
খ)ফলে
গ)শস্য
ঘ)পাতায়
08). কোনটি অন্ডজরায়ুজ প্রাণী ?
ক)কুকুর
খ)কাতলা মাছ
গ)হাসানুর
ঘ) হাঙর
09). পুনরুৎপাদন দেখা যায়নি কোনটিতে
ক)হাইড্রা
খ)প্লান এরিয়া
গ)তারা মাছ
ঘ)আরশোলায়
10).পাতার দ্বারা উদ্ভিদের অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে?
ক)পাথরকুচি
খ)ফনিমনসা
গ)রবার
ঘ)আম