TOP 200 জীবন বিজ্ঞান GK

101.পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানব শরীরের যে অংশে অবস্থান করে-
(A) রক্ত
(B) লসিকানালী
(C) যকৃৎ
(D) অন্ত্র

(B) লসিকানালীতে অবস্থান করে।

102.HIV/AIDS ভাইরাস হল-
(A) DNA ভাইরাস
(B) DNA অথবা RNA ভাইরাস
(C) RNA ভাইরাস
(D) DNA এবং RNA ভাইরাস

(C) RNA ভাইরাস ( RNA এর সম্পূর্ণ নাম Ribonucleic Acid এবং DNA এর সম্পূর্ণ নাম Deoxyribonucleic Acid)।

103.ম্যালেরিয়া পরোজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ ভাবে পাওয়া যায়-
(A) জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে
(B) তীব্র জ্বরের পাঁচ ঘণ্টা পরে
(C) কম্পন সহযোগে তাপমাত্রা বৃদ্ধির সময়
(D) যে-কোনো সময়

(B) তীব্র জ্বরের পাঁচ ঘণ্টা পরে

104.মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হল-
(A) Plasmodium Vivax
(B) Plasmodium Falciparum
(C) Plasmodium Malariae
(D) Plasmodium Ovale

(B) Plasmodium Falciparum

105.নিন্মের কোন বৈশিষ্ট্যে দ্বারা ব্যাকটেরিয়াকে ভাইরাস থেকে স্বতন্ত্র বলা যায়?
(A) DNA
(B) RNA
(C) DNA ও RNA
(D) উপরের কোনোটিই নয়

(A)DNA(Deoxyribonucleic Acid)।

106.Leishmania Donovani – এর অন্তর্বর্তী পোষক হল-
(A) বালু মাছি
(B) সেটসি মাছি
(C) ড্রাগেন মাছি
(D) অ্যানোফিলিস মশা

(A) বালু মাছি

107.রেট্রো ভাইরাসে RNA থেকে DNA উৎপন্ন হয়-
(A) DNA পলিমারেজ দ্বারা
(B) RNA পলিমারেজ দ্বারা
(C) এন্ডোনিউক্লিয়েজ দ্বারা
(D) রিভার্স ট্রান্সক্রিপশন দ্বারা

(B) RNA পলিমারেজ দ্বারা

108.যে সকল উদ্ভিদ বা প্রাণী, ভাইরাসের সংক্রমণে সহায়তা করে তাদের বলে-
(A) ভিরিয়ন
(B) ভাইরয়েড
(C) ভেক্টর
(D) ক্যারিয়র

(C) ভেক্টর

109.ব্যাকটেরিয়ার দেহে সংক্রমনকারী ভাইরাসকে বলে –
(A) ব্যাকটেরিওফাজ
(B) লিপো ভাইরাস
(C) প্রোফাজ
(D) উপরের কোনোটিই নয়

(A) ব্যাকটেরিওফাজ

110.যে ভাইরাস অন্য ভাইরাসের সাহায্যে পোষক কোশে প্রবেশ করে তাকে বলে-
(A) ব্যাকটেরিয়ফাজ
(B) ভিরিয়ন
(C) স্যাটেলাইট ভাইরাস
(D) লাইকিট ভাইরাস

(C) স্যাটেলাইট ভাইরাস( স্যাটেলাইট ভাইরাস হলো এমন একটি ভাইরাস যে ভাইরাস অন্য ভাইরাসের সাহায্যে পোষক কোশে প্রবেশ করে। যেমন AAV ভাইরাস)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.