TOP 200 জীবন বিজ্ঞান GK

41.” DNA gyrase”-উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে তা হল-
(A) প্রোটিন সংশ্লেষ
(B) DNA রেপ্লিকেশন
(C) লিপিড জৈব-সংশ্লেষ
(D) DNA-এর ক্ষয়

Ans-(B) DNA রেপ্লিকেশন

42.খালি চোখে দেখা যায় এমন কোশের সাইজ হল-
(A) 1 মাইক্রোন
(B) 10 মাইক্রোন
(C) 100 মাইক্রোন
(D) 1000 মাইক্রোন

Ans-(C) 100 মাইক্রোন

43.উদ্ভিদকোশের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি, তা হল-
(A) সেলুলোজ
(B) সুক্রোজ
(C) স্টার্চ
(D) লিগানিন

Ans-(C) স্টার্চ

44.হৃদপেশি ক্লান্ত হয় না কারণ-
(A) কোশসমূহ ইন্টারক‍্যালেটড চাকতি দ্বারা যুক্ত
(B) বিপুল পরিমানে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি
(C) অধিক পরিমাণে একটিনের উপস্থিতি
(D) অধিক পরিমাণে মায়োসিনের উপস্থিতি

Ans-(B) বিপুল পরিমানে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি

45.ওয়াটসন ও ক্রিক কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত?
(A) Plasmodium Vivax – জীবনচক্র
(B) ভ্যাকসিন
(C) DNA এর গঠন
(D) এন্টিবডি

Ans-(C) DNA – গঠন (1953 খ্রিস্টাব্দে এই দু জন বিজ্ঞানী DNA এর সঠিক ব্যাখ্যা দেন)।

46.বাদামি বর্ণের প্লাস্টিডকে বলে –
(A) ফেওপ্লাস্ট(Phaeoplast)
(B) ক্লোরোপ্লাস্ট
(C) রেডোপ্লাস্ট
(D) এলাইওপ্লাস্ট

Ans-(A) ফেওপ্লাস্ট (Phaeoplast)।

47.কোন কোশ অঙ্গানু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে?
(A) মাইট্রোকন্ড্রিয়া
(B) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
(C) সেন্ট্রোজোম
(D) রাইবোজোম

Ans-(D) রাইবোজোম

48.প্রাণীকোশে যে কোশ অঙ্গাণুটি থাকে না, সেটি হল-
(A) সেন্ট্রোজোম
(B) প্লাস্টিড
(C) মাইট্রোকন্ড্রিয়া
(D) লাইসোজম

Ans-(B) প্লাস্টিড

49.উদ্ভিদকোশের গলগি বডিকে বলা হয়-
(A) ডিকটিওজোম
(B) ভেসিকল
(C) সিস্টারণি
(D) টিউবিউলি
Ans-(A) ডিকটিওজোম

50.স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে –
(A) আমাইলোপ্লাস্ট
(B) এলাইওপ্লাস্ট
(C) এলিডিউরোপ্লাস্ট
(D) রোডো প্লাস্ট

Ans-(B) এলাইওপ্লাস্ট

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Science GK Questions and Answersরেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর 
Indian Constitution GK in BengaliIndian Geograpy GK Questions in Bengali

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.