ইতিহাস GK (ইঙ্গ-মারাঠা সম্পর্ক)

1.মোট কয়টি ইঙ্গ-মারাঠা যুদ্ধ হয়ে ছিল?
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি

Ans- (C) তিনটি

2.প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়েছিল?
(A) 1775 সালে
(B) 1782 সালে
(C) 1776 সালে
(D) 1817 সালে

Ans- (A) 1775 সালে
(ইংরেজ সেনাপতি ওয়ারেন হেস্টিংসের সাথে মারাঠাদের)।

3.সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(A) 1775 সালে
(B) 1782 সালে
(C) 1776 সালে
(D) 1817 সালে

Ans- (A) 1775 সালে
(1775 সালে গদিচ‍্যুত মারাঠা পেশোয়া রঘুনাথ রাও ও বোম্বাইয়ের ইংরেজ কর্তৃকপক্ষ (ওয়ারেন হেস্টিংস) -এর মধ্যে সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়)।

4.পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(A) 1775 সালে
(B) 1782 সালে
(C) 1776 সালে
(D) 1817 সালে

Ans- (C) 1776 সালে
(1776 সালে ওয়ারেন হেস্টিংস এবং দ্বিতীয় মাধব রাও -এর মধ্যে পুরন্দরের সন্ধি মহারাষ্ট্রের পুনেতে স্বাক্ষরিত হয়েছিল।
* হেস্টিংস 1775 সালের সুরাটের সন্ধি বাতিল করে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন)।

5.পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
(A) রঘুনাথ রাও + ওয়েলেসলির মধ্যে
(B) সিন্ধিয়া + হেস্টিংসের মধ্যে
(C) মাধব রাও + কর্ণওয়ালিশের মধ্যে
(D) মাধব রাও + ওয়ারেন হেস্টিংসের মধ্যে

Ans- (D) মাধব রাও + ওয়ারেন হেস্টিংসের মধ্যে (1776)

6.কোন সন্ধির মধ্য দিয়ে প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের অবসান হয়?
(A) পুরন্দরের সন্ধির মাধ্যমে
(B) সলবাই -এর সন্ধির মাধ্যমে
(C) সুরাটের সন্ধির মাধ্যমে
(D) শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে

Ans- (B) সলবাই -এর সন্ধির মাধ্যমে (1782)।

7.সলবাই -এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1775 সালে
(B) 1782 সালে
(C) 1776 সালে
(D) 1818 সালে

Ans- (B) 1782 সালে
(1782 সালে গোয়ালিয়রের মারাঠা নেতা মহাদর্জী সিন্ধিয়ার মধ্যস্থতায় মাধবরাও নারায়ণের সাথে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মধ্যে সলবাই-এর সন্ধি স্বাক্ষরিত হয়)।

8.প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) রবার্ট ক্লাইভ
(C) স্যার জনশোর
(D) ওয়ারেন হেস্টিংস

Ans- (D) ওয়ারেন হেস্টিংস (1772 -1774/1785)।

9.দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে সংঘটিত হয়?
(A) 1799 সালে
(B) 1802 সালে
(C) 1803 সালে
(D) 1805 সালে

Ans- (C) 1803 সালে
(দ্বিতীয় বাজীরাও সহ মারাঠাগণ ও ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলেসলির মধ্যে।এই যুদ্ধে মারাঠারা পরাজিত হন)।

10.কোন যুদ্ধে পরাজিত হয়ে সিন্ধিয়া “অধীনতামূলক মিত্রতা নীতি”-গ্রহণ করেন?
(A) প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধে
(B) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে
(C) তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে
(D) অস্টি কোরেগাঁও -এর যুদ্ধে

Ans- (B) দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে (1803 -05)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.