প্রাচীন ভারতের ইতিহাস জিকে প্রশ্ন
Ancient Indian History GK in Bengali. All important GK quiz about Ancient Indian History for competitive examination in Bangla. প্রাচীন ভারতের ইতিহাস জিকে (ক্যুইজ) প্রশ্ন ও উত্তর। প্রাচীন ভারতের ইতিহাসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে সেগুলি এবং সাথে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরীর পরীক্ষায় আসতে পারে তা এখানে দেওয়া হল। যুগ অনুযায়ী প্রতিটি রাজবংশ বিভক্ত করে দেওয়া আছে। |
200 টি সেরা ইতিহাস জিকে | Top 200 Basic General Knowledge |
আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন | মুঘল সম্রাট আকবর সমন্ধে প্রশ্ন |
01.”A Guide to Taxila”- এই গ্রন্থটির লেখক কে?
(A) স্যার জন মার্শাল
(B) ডি. অ্যালান
(C) কে.পি.জয়সাওয়াল
(D) জেমস প্রিন্সেফ
02.গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করেন?
(A) প্রথম চন্দ্রগুপ্ত
(B) ঘটোৎকচ গুপ্ত
(C) শ্রীগুপ্ত
(D) প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য
03.গুপ্তরা সাধারণত ভারতের কোন অংশে শাসন করেছিল?
(A) দক্ষিণ ভারত
(B) পূর্ব ভারত
(C) পশ্চিম ভারত
(D) উত্তর ভারত
04.গুপ্ত বংশের “প্রকৃত প্রতিষ্ঠাতা”-কাকে বলা হয়?
(A) সমুদ্র গুপ্তকে
(B) প্রথম চন্দ্রগুপ্তকে
(C) শ্রীগুপ্ত কে
(D) ভানু গুপ্তকে
05.গুপ্তদের সমসাময়িক রাজবংশ যারা দক্ষিণ ভারত শাসন করেছিল। তাদের নাম কি?
(A) যৌধেয়
(B) ভকতক্ বা বাকাটক
(C) মালব
(D) রাজপুতনার
06.বাকাটক এর সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন?
(A) প্রথম রুদ্রসেন
(B) দ্বিতীয় রুদ্রসেন
(C) তৃতীয় রুদ্রসেন
(D) বিন্ধ্যশক্তি
07.”হরিবিজয়”- নামক কাব্য কে রচনা করেন?
(A) পৃথ্বীপাল
(B) কামনন্দক
(C) সর্বসেন
(D) অমর সিংহ
08.বাকাটক সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?
(A) 320 খ্রিস্টাব্দে
(B) 335 খ্রিস্টাব্দে
(C) 340 খ্রিস্টাব্দে
(D) 336 খ্রিস্টাব্দে
09.”গোয়ালিয়র প্রশস্তি”-কোন রাজার?
(A) মিহির কুলের
(B) তোরমানের
(C) বিন্ধ্যশক্তির
(D) দ্বিতীয় রুদ্রসেনের
10.প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম কি?
(A) ঘটোৎকচ গুপ্ত
(B) শ্রীগুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য
(D) নাগ গুপ্ত
11কোন গুপ্ত সম্রাট “গুপ্ত সম্বৎ” বা “গুপ্তাব্দ”- চালু করেন?
(A) স্কন্ধ গুপ্ত
(B) সমুদ্র গুপ্ত
(C) প্রথম চন্দ্রগুপ্ত
(D) বৈন গুপ্ত
12.প্রথম চন্দ্রগুপ্ত কোন লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেন?
(A) কুবের নাগকে
(B) কুমার দেবীকে
(C) প্রভাবতী গুপ্তাকে
(D) অনন্ত দেবীকে
13.সমুদ্র গুপ্তের বড় ভাইয়ের নাম কি?
অথবা
প্রথম চন্দ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্রের নাম কি?
(A) কচ্
(B) ভানু গুপ্ত
(C) বৈন গুপ্ত
(D) বুধ গুপ্ত
14.গুপ্ত রাজাদের রাজশক্তির উৎস কি ছিলো?
(A) হাতি
(B) হরিণ
(C) জোড়া বলদ
(D) ঘোড়া
15.গুপ্ত যুগের কত গুলি লিপি এখনো পর্যন্ত আবিস্কার করা সম্ভব হয়েছে?
(A) 63 টি
(B) 42 টি
(C) 27 টি
(D) 21 টি
16.কোন শিলালিপিতে কুমার গুপ্তকে একজন “মহারাজা”- বলা হয়েছে?
(A) ধনাইদাহ তাম্রশাসনে
(B) জুনাগড় শিলালিপিতে
(C) দেওপাড়া প্রশস্তিতে
(D) মাইনকুয়ার বুদ্ধিস্ট ইমেজ শিলালিপিতে
17.” এলাহাবাদ প্রশস্তি”- কার রচিত?
(A) বীরবলের রচিত
(B) যশোবর্মনের রচিত
(C) হরিষেনের রচিত
(D) রবিকীর্তির রচিত
18.সমুদ্র গুপ্ত সম্পর্কে জানার ঐতিহাসিক উপাদান কোনটি?
(A) এলাহাবাদ প্রশস্তি
(B) মধ্যপ্রদেশের এরণ শিলালিপি
(C) শুধুমাত্র A
(D) A এবং B উভয়ই
19.”শত যুদ্ধের নায়ক”- কোন গুপ্ত সম্রাটকে বলা হয়?
(A) সমুদ্র গুপ্তকে
(B) স্কন্দ গুপ্তকে
(C) প্রথম কুমার গুপ্তকে
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্তকে
20.গুপ্ত যুগের একটি শিলালিপি যা একটি লৌহ স্তম্ভে পাওয়া গেছে। তার নাম কি?
(A) এরণ শিলালিপি
(B) জুনাগড় শিলালিপি
(C) মেহেরৌলি শিলালিপি
(D) খরেস্ট্রি শিলালিপি
21.সমুদ্র গুপ্তের মন্ত্রীর নাম কি ?
(A) বসুবন্ধু
(B) দিগনাগ
(C) অশ্ব ঘোষ
(D) দর্ভ