Top 200 ইতিহাস জিকে
1.ইলিয়ড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন-
(ক)ব্যাস
(খ)হোমার
(গ)হেরোডোটাস
(ঘ)কেউ নন
২.টম থাম্বো ও দৈত্য কাহিনিটি রচনা করেছিলেন-
(ক)রিচাড জনসন
(খ)ডডওয়েল
(গ)উলিয়াম
(ঘ)টলেমি
৩.ইতিহাসের জনক বলা হয়-
(ক)থুকিডিডিসকে
(খ)রুশোকে
(গ)প্লিনিকে
(ঘ)হেরোডোটাসকে
৪. ‘Parallel Myth’ গ্রন্থের রচয়িতা হলেন-
(ক)জে. এফ.বিয়ারলেন
(খ)পল থমসন
(গ)এ.লং
(ঘ)রুশোক
৫.কোন লোককথার মূল চরিএ মানুষ
(ক)রূপকথার
(খ)পরিকথার
(গ)কিংবদনন্তির
(ঘ)নীতিকথার
৬.চৈনিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে
(ক)হিউয়েন সা
(খ)ফা হিয়েন
(গ)কিথ
(ঘ)সু-মা-কিয়েনকেম
৭.পুরান বিষয়ক তত্ত্বকে বলা হয়
(ক)জাদুবিদ্যা
(খ)পুরাণতত্ত্ব
(গ)পরিকথা
(ঘ)কোনোটি না
৮.গ্রিসের একটি আন্যতম কিংবদন্তি চরিএ ছিল
(ক)রবিন হুড
(খ)নোয়া
(গ)হারকিউলিস
(ঘ)রাবন
৯.জাদুঘরের প্রথম উৎপত্তি হয়
(ক)ইংল্যান্ডে
(খ)গ্রিসে
(গ)এক্স
(ঘ)রাশিয়া
১০.লুভর মিউজিয়াম কোথায়
(ক)লন্ডন
(খ)প্যারিস
(গ)শিকাগো
(ঘ)রাশিয়া