আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
Modern Indian History GK Questions and Answers in Bangla
![]() |
১। কবে গান্ধিজীকে “বাপু” অভিধা দেওয়া হয়?
ক। ১৯১৭
খ।১৯১৮
গ। ১৯১৯
ঘ। ১৯২৯
২। ICS পরীক্ষায় প্রথম কোন ভারতীয় পাশ করেন?
ক।আশুতোষ মুখোপাধ্যায়
খ। সুভাষ সরকার
গ। সুভাষ চন্দ্র বোস
ঘ। সত্যেন্দ্রনাথ ঠাকুর
৩। জালিয়ানওলাবাগ পার্ক টি কে তৈরী করেন?
ক। লর্ড ডালহৌসি
খ। মহারাজা রনজিৎ সিং
গ। টি এন রানা
ঘ। গোপাল নস্কর
৪। ফেডারেশন হলের ভিওি প্রস্থর কার সভাপতিত্বে হয়?
ক। গোপাল কৃষ্ণ গোখলে
খ। বিপিনচন্দ্র পাল
গ। আনন্দমোহন বসু
ঘ। চিওরঞ্জন দাস
৫। বাল গঙ্গাধর তিলককে ” ভারতের হীরে” বলে সম্বোধন করেছিলেন কে?
ক। গোপাল কৃষ্ণ গোখলে
খ। নেতাজীকে
গ। বিপিন পালকে
ঘ। রানাডেকে
৬। ” খিলাফৎ দিবস”- উদযাপিত হয় কবে ?
ক। ১৯২৭
খ। ১৯১৮
গ। ১৯১৯
ঘ। ১৯২০
৭। কোন ভারতীয় জালিয়ানওলাবাগের হত্যাকান্ডের প্রেক্ষিতে বড়লাটের আইন পরিষদ থেকে ইস্থাফা দেন-
ক। নরেন গোঁসাই
খ। সংকর দেব
গ। মানবেন্দ্রনাথ
ঘ। শংকর নায়ার
৮। জালিয়ানওয়ালাবাগে সরকারি হিসাবে কত জন লোক মারা যায়-
ক। ১৬৮৮
খ। ৩৭৯
গ। ৩৯৭
ঘ। ১০৭৯
৯। ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন?
ক। পঞ্চম জর্জ
খ। ষস্ট জর্জ
গ। পায়াস
ঘ। এটলি
১০। “Free Hindustan” এর সাথে কার নাম বিশেষভাবে যুক্ত?
ক। লামা তারানাথ
খ। তারকনাথ দাস
গ। মহেশ দাস
ঘ। দেবেন্দ্রনাথ