আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
111.” সিপাহীদের মধ্যে যদি একজনও প্রতিভাবান নেতা থাকত, তাহলে আমাদের সর্বনাশ হত “- এটি কে বলেন-
ক। হেনরি লরেন্স
খ। ক্যানিং
গ। উইলিয়াম হকিন্স
ঘ। উইলিয়াম জ্যাকসন
উঃ ক
112.এনফিল্ড রাইফেলের আগে কোন রাইফেল চালু ছিল-
ক। টোটা
খ। মকফের
গ। ব্রাউনবেস
ঘ। মেসিনগান
উঃ গ
113. সিপাহীরা দ্বিতীয় বাহাদুর শাহকে কবে মুঘল সম্রাট বলে ঘোষনা করেন-
ক। ১৮৫৬
খ।১৮৫৪
গ ১৮৫৭
ঘ। ১৮৫৩
উঃ গ ( ১৮৫৭ সালের ১১ ই মে)।
114. লক্ষীবাঈ কার স্ত্রী ছিলেন-
ক। গঙ্গারামের
খ। গদাধর রায়ের
গ। গনেশ রায়ের
ঘ। গঙ্গাধর রাও এর
উঃ ঘ ( এনি ছিলেন ঝাঁসির রাজা** এককথায় বলা যেতে পারে লক্ষীবাঈ ছিল গঙ্গাধর রাও এর বিধবা পত্নী)।
115. কোন সিপাহী বিদ্রোহের নেতা নেপালে মারা যান –
ক। তাতিয়াটোপি
খ। নানাসাহেব
গ। লক্ষীবাঈ
ঘ। কন ওয়ার সিং
উঃ খ ( ১৮৫৯ সালের ১৮ ই এপ্রিল)।
116. ” Eighteen Fifty Seven” এটি কার রচিত-
ক। সুরেন্দ্রনাথ সেন এর
খ। হেনরি লরেন্স
গ। নিকলসন
ঘ। রুদ্রাংশু মুখোপাধ্যায়
উঃ ক( সিপাহী বিদ্রোহের উপর লিখিত বই ছিল এটি)।
117.ভবানী পাঠক কে ছিলেন-
ক। সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা
(খ) সাঁওতাল বিদ্রোহের নেতা
( গ) মুন্ডা বিদ্রোহের নেতা
(ঘ) ফরাজী আন্দোলনের নেতা
উঃ ক(১৭৬৩)
118.কোন উপন্যাসে ” সন্ন্যাসী-ফকির বিদ্রোহের”-কথা উল্লেখ আছে?
(ক) দেবী চৌধুরানী
(খ) অভিনবভারত
(গ) আনন্দমঠ
(ঘ) ঘরেবাইরে
উঃ গ( বঙ্কিম চন্দ্রের লেখা)
119.” সাঁতাল গন সংগ্রামের ইতিহাস”- কার রচিত-
(ক) অনীল শীল
(খ) ধীরেন্দ্রনাথ বাস্কে
(গ) বেনীমাধব সেন
(ঘ) দীপেশ সরকার
উঃ খ
120.সাঁতাল বিদ্রোহের প্রতিক কি ছিল?
ক। তীর ধনুক
(খ) লাঠি
(গ) বল্লম
(ঘ) শাল গাছের ডাল
উঃ ঘ