আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)

161.” সাতাবন্দী বিদ্রোহ”- কবে শুরু শুরু হয়েছিল?
(A) 1832 সালে
(B) 1831 সালে
(C) 1837 সালে
(D) 1839 সালে

Ans-(D) 1839 সালে
(এই বিদ্রোহটি শুরু হয়েছিলো মহারাষ্ট্রে। এখানে আর একটি বিদ্রোহের কথা মনে রাখবে “সাঁতারা বিদ্রোহ” এটিও শুরু হয়েছিল মহারাষ্ট্রে 1839 সালে
সাতাবন্দী বিদ্রোহের অন্যতম নেতা : ফন্ড সাবন্ত এবং আন্না সাহিব।
গভর্নর ছিলেন জর্জ অকল্যান্ড (1836 -1842)।

162.” চুয়াড় বা চৌর বিদ্রোহ” – কোথায় শুরু হয়েছিল?
(A) নানভূম বা বরাভূমে
(B) বুন্ডেলখণ্ডে
(C) উড়িষ্যাতে
(D) ছোটনাগপুর মালভুমি অঞ্চলে

Ans-(A) নানভূম বা বরাভূমে (পশ্চিমবঙ্গে)
* এই বিদ্রোহের সময়কাল (1768/1769 – 1799)
স্থান : জঙ্গলমহল অর্থাৎ মেদিনীপুর, বাঁকুড়া,সিংভূম, মালভুম ও ধলভূম।
* ব্রিটিশরা অন্ত্যজ ও আদিম জনজাতির এই কৃষক বিদ্রোহকে নাম দেন “চুয়াড়”
*চুয়াড় বিদ্রোহের অন্যতম নেতৃবৃন্দ : রানী শিরোমনি, দুর্জন সিং, গোবর্ধন দিকপতি, অচল সিং, রাজা জগন্নাথ প্রমুখরা।
* প্রথম চুয়াড় বিদ্রোহ ঘোষণা করেন ধলভূমের রাজা জগন্নাথ সিং।
প্রথম পর্যায়ে গভর্নর ছিলেন : ভেরেলেস্ট এবং দমন করে ছিলেন লর্ড কর্ণওয়ালিস(1798 – 1805)।

163.”ভিল বিদ্রোহ”- কোথায় শুরু হয়েছিল?
(A) আসিরগড়ে
(B) মেদিনীপুরে
(C) খান্দেশে
(D) মালাবার উপকূলে

Ans-(C) খান্দেশে
(এই বিদ্রোহটি শুরু হয়েছিল 1818 – 1848 সালে।
* প্রধান নেতা : শিউরাম *খান্দেশে তিনিই বিদ্রোহ শুরু করে ছিলেন।
* আরেকটা ভিল বিদ্রোহ হয়েছিল রাজস্থানে)।
* গভর্নর ছিলেন প্রথম মার্কুইস অব হেস্টিংস এবং শেষ পর্যায়ে ছিলেন লর্ড হার্ডিঞ্জ (1844-1848)।

164.”হোস বিদ্রোহ কোথায় হয়েছিলো?
(A) মালভূমে
(B) ছোটনাগপুরে
(C) উড়িষ্যাতে
(D) সিংভূমে

Ans-(D) সিংভূমে (বিহারের সিংভূমে।
* এই বিদ্রোহের সময়কাল : প্রথম পর্যায় 1820 সালে
দ্বিতীয় পর্যায় 1822 সালে
তৃতীয় পর্যায়ে 1832 সালে।
* গভর্নর শুরুর সময় প্রথম মার্কুইস অব হেস্টিংস এবং দমন করেছিলেন উইলিয়াম বেন্টিং)।

165.”কোলিস বিদ্রোহ” কোথায় হয়েছিল?
(A) মহারাষ্ট্রে ও গুজরাটে
(B) বিহার ও মহারাষ্ট্রে
(C) ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ে
(D) উড়িষ্যা ও গুজরাটে

Ans-(A) মহারাষ্ট্রে ও গুজরাটে(1824 -1839)।
* গভর্নর প্রথম পর্যায়ে ছিলেন লর্ড আমহার্স্ট এবংবিদ্রোহ দমন করেছিলেন জর্জ অকল্যান্ড)।

166.. তিতুমীরের উপাধি কি ছিল-
(ক) বাদশাহ
(খ) সংগ্রামী
(গ) তিতু
(ঘ) মীরনিশার আলি
উঃ ক

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.