আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)
71. “হিন্দু পেটিয়ট” র সম্পাদক কে ছিলেন
ক। শিশির কুমার ঘোষ
খ। গিরিশচন্দ্র ঘোষ
গ। আনন্দমোন বসু
ঘ। মাদামকামা
উঃ খ( পরে হরিশচন্দ্র ঘোষ)।
72. কার আমলে কোলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক।লর্ড ডালহৌসি
খ। ওয়ারেন হেস্টিংস
গ। ক্যানিং এর আমলে
ঘ। লড মেয়ো
উঃ গ( ১৮৫৭ সালে -১৮৫৪ এর উডের ডেচপ্যাচের আইন অনুসারে)
73. ” Economic History of India”-কার লেখা?
ক। রমেশচন্দ্র দও
খ। রমেশচন্দ্র মজুমদার
গ। রানাডে
ঘ। মদনমোহন মালব্য
উঃ ক
74. “India Economy”- কার লেখা-
ক। মদনমোহন মালব্য
খ। রমেশচন্দ্র মজুমদার
গ। মহাদেব গোবিন্দ রানাডে
ঘ। গুরু সদয় দত্ত
উঃ গ
75.রাওলাট আইনকে”এক ভয়াভহ ভ্রান্তি”-বলেন কোন পএিকায়?
ক। টু ডে
খ। অমৃত বাজার
গ। সন্ধা
ঘ। বদ্রোহী
উঃ খ
76. আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়
ক। ১৮১৫
গ। ১৮৩৩
ঘ। ১৮২০
গ। ১৮২৬
উঃ ক(কোলকাতায়)
77.”The Sepay Munity and the Revolt of 1857″ কার লেখা?
ক। রুদ্রাংশু মুখোপাধ্যায়
খ। রমেশচন্দ্র মজুমদার
গ। নিকলসন
ঘ। উইলিয়াম প্যাথিক
উঃ খ
78.কে সিপাইি বিদ্রোহর পুরতি উপলক্ষে ঐতিহাসিকদের গ্রন্থ লিখতে নির্দেশ দেন
ক। মৌলনা আবুল কালাম আজাদ
খ। জওহর লাল নেহেরু
গ। বখত খান
ঘ। এ আর দেশাই
উঃ ক ( এনি ছিলেল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী)।
79.” আওধ ইন রিভোল্ট” কার লেখা –
ক। রুদ্রাংশু মুখোপাধ্যায়
খ। মিহির সেন
গ। অমিয় বাগচী
ঘ। রমেশচন্দ্র মজুমদার
উঃ ক
80.মহারানী ভিক্টোরিয়াকে ” ভারত সাম্রাজ্ঞী “-কে দেন ?
ক। এটলি
খ। ডিসরইলি
গ। হকিন্স
ঘ। উইলিয়াম জোন্স
উঃ খ ( এনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী)।