আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)

151.” The Emergence ot the Indian National Congress(1971)”-কে লেখেন
ক। এস আর নেহেরুত্রা
খ। এস আর রাও
গ। সুরেন্দ্রনাথ সেন
ঘ। সিতারামাইয়া
উঃ ক

152.” ইলবার্ট বিলে(পরিবর্তিত) কারা জুরি হতে পারতেন?
ক। ইউরোপিয়ানরা
খ। আমেরিকানরা
গ। ইউরোপিয়ান ও আমেরিকানরা
ঘ। ভারতীয়রা
উঃ গ

153.” History of Indian National Congress” এটি কার লেখা-
ক। সীতারামাইয়া
খ। সুরেন্দ্রনাথ সেন
গ। এস আর রাও
ঘ। রমেশচন্দ্র দত্ত
উঃ ক
154.” কমযোগিন”-পত্রিকার সাথে কার নাম বিশেষভাবে যুক্ত-
ক। ঈশ্বরীপ্রসাদ
খ। রবীন্দ্রনাথ
গ। অরবিন্দ ঘোষ
ঘ। মাদাম কামা
উঃ গ

155.”Pesantry of Bengal”-এই গ্রন্থটির লেখক কে?
ক। রমেশচন্দ্র দত্ত
খ। ডিরোজিও
গ। গোলাম মাসুদ
ঘ। অবনীমোহন সরকার
উঃ ক

ভারতের বিভিন্ন কৃষক বিদ্রোহ

156.”কাট্টাবোমান বিদ্রোহ”-প্রথম শুরু হয়েছিল কবে?
(A) 1790 সালে
(B) 1792 সালে
(C) 1781 সালে
(D) 1793 সালে

Ans-(B) 1792 সালে
( প্রথমেই একটা কথা বলি আজ আমি যে সব বিদ্রোহ গুলি আলোচনা করবো এই বিদ্রোহ গুলি শুরু হচ্ছিল,বন্ধ হচ্ছিল আবার শুরু হচ্ছিল। এই বিদ্রোহটি 1792 সালে শুরু হলেও শেষ হয়েছিল 1799 সালে।
* তামিলনাড়ুতে এই বিদ্রোহ শুরু হয়।
* প্রধান নেতা ছিলেন বীরপান্ডা)।
* গভর্নর ছিলেন লর্ড কর্ণওয়ালিসের সময় শুরু হয়েছিল এবং বিস্তার লাভ করেছিল জনশোরের আমলে)।

157.”পাইক বিদ্রোহ”-কার নেতৃত্বে শুরু হয়েছিল বা প্রধান নেতা কে ছিলেন?
(A) কানাইলাল বন্দ্যোপাধ্যায়
(B) বিরসা মুন্ডা
(C) বধূ ভোগৎ
(D) বিদ্যাধর মহাপাত্র

Ans-(D) বিদ্যাধর মহাপাত্র
( এই বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিলো ১৮১৭ সালে উড়িষ্যায়।
* গভর্নর ছিলেন : লর্ড হেস্টিংস বা আর্ল ময়রা। এনার সময়কাল ১৮১৩ থেকে ১৮২৮ সাল । )।

158.”সম্বলপুর বিদ্রোহ”- কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
(A) তামিলনাড়ুতে
(B) ঝাড়খণ্ডে
(C) উড়িষ্যাতে
(D) বুন্ডেলখণ্ডে

Ans-(C) উড়িষ্যাতে
( বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিল 1827 – 1840 সালে।
* গভর্নর জেনারেল : শুরু হয়েছিল লর্ড আমহার্স্ট এর আমলে এবং দমন করে ছিলেন জর্জ অকল্যান্ড।
* প্রধান নেতা : সুরেন্দ্রসাই)।

159.” সাঁতারা বিদ্রোহ”- কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
(A) মধ্যপ্রদেশ
(B) উত্তরপ্রদেশ
(C) মহারাষ্ট্রে
(D) বিহারে

Ans-(C) মহারাষ্ট্রে
(এই বিদ্রোহটি শুরু হয়েছিল 1840 – 1841 সালে।
অন্যতম নেতা : রাওপাওয়ার এবং দত্তদেত্ত পাটকর।
* গভর্নর ছিলেন জর্জ অকল্যান্ড)

160.” বুন্দেলা বিদ্রোহ”- কবে শুরু হয়?
(A) 1799 সালে
(B) 1801 সালে
(C) 1842 সালে
(D) 1841 সালে
Ans-(C) 1842 সালে
( বুন্দেলা বিদ্রোহটি শুরু হয়েছিল মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে।
প্রধান নেতা : সাধুকর শাহ।
গভর্নর ছিলেন – জর্জ অকল্যান্ড)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.