আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)

Ancient Indian History GK (English)Modern Indian History Gk (English)
History GK Quesrions in bangla (part-1)Modern Indian History GK in Bangla

81″ হিন্দু পেট্রিয়ট” বাদে আর কোন পত্রিকা নীলচাষীদের পক্ষে দাঁড়ায়-
ক। সোমপ্রকাশ
খ। নীল রোহিত
গ। দিক দর্শন
ঘ। হিকির গেজট
উঃ ক
82. ” The Blue Mutuny”- কার রচনা
ক। হেনরি লোরেন্স
খ। প্যাথিক লোরেন্স
গ। ব্লেয়ার কিং এর
ঘ। উইলিয়াম ডাল রিমপোল
উঃ গ ( নীল বিদ্রোহের উপর লেখা বই)
83. কাদের ” ওয়াট টাইলার” বলাহত-
ক। বিশ্বাস ভাতৃদ্বয়কে
খ। আলি ভাতৃদ্বয়কে
গ। সৈয়দ ভাতৃদ্বয়কে
ঘ। উপরের সবকটি
উঃ ক ( বিষ্ণচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস)।
84 কত সালে ইউরোপীয়রা ভারতে জমি কিনে নীল চাষ শুরু করে-
ক। ১৮৪৫
খ। ১৮৫৫
গ। ১৮৩৩
ঘ। ১৮৪৩
উঃ গ
85.কোন প্রেসিডেন্সিতে পলিগার বিদ্রোহের সুচনা হয়?
ক। মাদ্রাজ প্রেসিডেন্সিতে
খ। কোলকাতা
গ। বোম্বাই
ঘ। বিহার
উঃ ক
86.” কামিয়তি”- শব্দটি কোন বিদ্রোহের সাথে যুক্ত-
ক। মুন্ডা বিদ্রোহ
খ। পলিগার বিদ্রোহ
গ। সিপাহি বিদ্রোহ
ঘ। সাঁওতাল বিদ্রোহ
উঃ ঘ (১৮৫৫)
87. “ধরতি আবা” কাকে বলা হত?
ক। সিধুকে
খ। কানুকে
গ। বীরসা মুন্ডাকে
ঘ। তিতুমীরকে
উঃ গ
88. ভারতের প্রথম নীলকর কে?
ক। লুই বনো
খ। Carl Blame
গ। ব্লেয়ার কি
ঘ। হকিন্স
উঃ ক ( ফরাসী বনিক ছিলেন)
89. নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়-
ক। বাঁকুড়া
খ। নদীয়া
গ। হুগলি
ঘ। দক্ষিন চব্বিশ পরগনা
উঃ খ ( নদীয়া চৌগাছা গ্রামে ১৮৫৯ সালে এবং বিষ্ণুচরন ও দিগম্বর বিশ্বাস এই বিদ্রোহের নেতৃত্ব গ্রহন করেন এরা দুই ভাই বিশ্বাস ভাতৃদ্বয় নামে পরিচিত)।
90.” বাংলার নানাসাহেব কাকে বলা হয় –
ক। রামতনু রায়
খ। রামরতন রায়
গ। রামতনু পান্ডে
ঘ। বিপিন পালকে
উঃ খ ( ইনি নড়াইলের জমিদার ছিলেন)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.