আধুনিক ভারতের ইতিহাস GK (Part-2)

31। ” কাইজার-ই হিন্দ”-কি পদক ছিল
ক। নিকেল
খ। তাম্র
গ। রৌপ্য
ঘ। সোনার

Ans-ঘ। সোনার

32। “Kingdom of God”- এর লেখক কে?
ক। অসীমা দত্ত
খ। অসীমা মজুমদার
গ। লিও টলস্টয়
ঘ। ব্রাকেন
Ans-গ। লিও টলস্টয় (রাশিয়ার মানুষ ছিলেন)

33। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন পুনেতে হওয়ার কথাছিল কিন্তু এই অধিবেশন বোম্বাইতে হয় কি কারনে?
ক। ক্যান্সার
খ। কলেরা রোগের জন্য
গ। বিহারে ভূমিকম্পের কারনে
ঘ। একটিও নয়
Ans-খ। কলেরা রোগের জন্য

34। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ভারত সচীব কে ছিলেন
ক। ওয়াভেল
খ। ওয়েডার বান
গ। লর্ড ক্রস
ঘ। আলফ্রেড ওয়েব
Ans-গ। লর্ড ক্রস

35। কোন ভারতীয় বা এশীয় প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন
ক। সুনীল সেন
খ। তিলক
গ। দাদা ভাই নৌরোজী
ঘ। সুরেন্দ্রনাথ
Ans-গ। দাদা ভাই নৌরোজী( ইনি Grand old ম্যান নামেও পরিচিত)

36। ১৮৯০- এর INC র বার্ষিক অধিবেশনে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন স্নাতক প্রথম ভাষন দেন
ক। মাধবী দেও
খ। কাদম্বিনী গাঙ্গুলী
গ। লীলা মিএ
ঘ। ভাগ্যলক্ষী

Ans-খ। কাদম্বিনী গাঙ্গুলী

37। জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন
ক। রাসবিহারী ঘোষ
খ। আবুল কালাম আজাদ
গ। সরোজিনী নাইডু
ঘ। গোপাল কৃষ্ণগোখলে
Ans-খ। আবুল কালাম আজাদ ( -১৯২৩ দিল্লী)।

38। রডা কোম্পানীর অস্ত্র লুটের সাথে কার নাম বিশেষ ভাবে যুক্ত-
ক। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
খ। অরবিন্দ ঘোষ
গ। বিপিন পাল
ঘ। তিলক
Ans-ক। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘাযতীন)

39। INC র প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি-
ক। সুচেতা কৃপালিনী
খ। কাদম্বিনী গাঙ্গুলী
গ। সরোজিনী নাইডু
ঘ। অ্যানিবেশান্ত
Ans-গ। সরোজিনী নাইডু( ১৯২৫ সালে কানপুর অধিবেশনে এবং কংগ্রেসকে প্রথম সবুজ-লাল পতাকা দেন)

40.“তবাকৎ-ই-আকবরী”- কার রচিত
ক। নিজামউদ্দিন আহম্মদ
খ। বদাউনি
গ। মুতামিদ খাঁ
ঘ। আমির খসরু
Ans-ক। নিজামউদ্দিন আহম্মদ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.