Top 250 ভৌত বিজ্ঞান GK প্রশ্ন
01.কোন রাশির একক ডাইন- সেকেন্ড?
A. বল
B. ভরবেগ
C. শক্তি
D. ক্ষমতা
02.নীচের কোনটি দৈর্ঘের একক নয় ?
A. আলোকবর্ষ
B. মাইক্রোন
C. AU
D. রেডিয়ান
03.নীচের কোনটি স্কেলার রাশির উদাহরণ ?
A. বেগ
B. বল
C. ভরবেগ
D. শক্তি
04.SI পদ্ধতিতে ঘনত্বের এককের নাম কি ?
A. g. cm-3
B. kg. cm-3
C. g. m-3
D. kg. m-3
05.4°C উষ্ণতায় SI এককে জলের ঘনত্ব কত ?
A. 1g. cm-3
B. 10^3 kg/m^3
C. 10^2 kg/m^3
D. উপরের কোনোটিই নয়
06.” ব্যারমিটার ” কে আবিস্কার করেছিলেন ?
A. বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
B. টমাস আলভা এডিসন
C. টোরিসলি
D. মাইকেল ফ্যারাডে
07.SI পদ্ধতিতে দর্ঘ্যের একক কি ?
A. সেন্টিমিটার
B. কিলোমিটার
C. মিটার
D. ডেকামিটর
08.পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ?
A. ফার্মি
B. পারসেক
C. মিলিমিটার
D. আংস্ট্রম
09.রোধের একক কি ?
A. জল
B. মো
C. ওহম সেন্টিমিটার
D. ওহম
10.”গিগার মূলার কাউন্টার “- কি নির্ণয়ের কাজে ব্যবহৃত হয় ?
A. ভূগর্ভবস্থ তৈলক্ষেত্র
B. কয়লা
C. তেজস্ক্রিয়তা
D. ভূগর্ভস্থ জল