Top 200 ইতিহাস জিকে

  • কত সালের অধিবেশনে হিউমের জীবনীকার কংগ্রেসের সভাপতি হন?
    ক। ১৮৮৯
    খ। ১৮৯৯
    গ।১৮৮৭
    ঘ। ১৮৮৮
    উঃ ক ( পঞ্চম অধিবেশনে)
  • হিউম জাতীয় কংগ্রেসে (INC) কত সাল অবধি সাধারন সম্পাদক ছিলেন-
    ক। ১৮৮৫-১৯০৫
    খ।১৮৮৭- ১৯০১
    গ। ১৮৮৫-১৯০৬
    ঘ। ১৮৮৮-১৮৯৩
    উঃ গ ( ২০/২১ বছর যদিও ২০ বছরই ধরা হয়)।
  • জাতীয় কংগ্রেসের বিরোধীতা করে সৈয়দ আহমেদ কোন সংস্থা গড়েন-
    ক। United Petriotic Association
    খ। Indian Petriotic Association
    গ। Indian United Petriotic Association
    ঘ। Indian Association
    উঃ ক
  • প্রথম ভারতীয় ও এশিয় হিসাবে কে ইংল্যান্ডের পার্লামেন্টের  সদস্য হন-
    ক। বাল গঙ্গাধর তিলক
    খ। বিপিনচন্দ্র পাল
    গ। দাদা ভাই নৌরোজী
    ঘ। লালা লাজপৎ রায়
    উঃ গ
  • ” বঙ্গদর্শনের” সম্পাদক কে ছিলেন-
    ক। স্বামী বিবেকান্দ
    খ। বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়
    গ। বিহারিলাল সরকার
    ঘ। অরবিন্দ ঘোষ
    উঃ খ
  • ভারত-আফগান সীমারেখার নাম কি
    ক। ম্যাকমোহন লাইন
    খ। হিন্ডেন লাইন
    গ। ২৪ ডিগ্রি লাইন
    ঘ। ডুরান্ড লাইন
    উঃ ঘ
  • ভারত-তিব্বত(চীন) সীমারেখার নাম কি
    ক। ম্যাকমোহন লাইন
    খ। হিন্ডেন লাইন
    গ। ২৪ ডিগ্রি লাইন
    ঘ। ৩৭ ডগ্রি চ্যানেল
    উঃ ক
  • ” তিব্বত ছিল বিটিশ সাম্রাজ্যের শেষ সংগীত”- উক্তিটি কার-
    ক। লর্ড মেকেলে
    খ। লর্ড কার্জন
    গ। লর্ড ক্যানিং
    ঘ। লর্ড আরউইন
    উঃ খ
  • ” ভারতের মেকিয়াভেলি” কাকে বলা হয়-
    ক। সিঁধু
    খ। লক্ষীবাঈকে
    গ। নানাফড়ন বিশকে
    ঘ। তিলককে
    উঃ গ
  • কোন ব্যাবস্থাকে “মনরো ব্যাবস্থা”- বলে-
    ক। রায়তোয়ারি ব্যাবস্থাকে
    খ। মহলওয়ারি ব্যাবস্থা
    গ। চিরস্থায়ী ব্যাবস্থাকে
    ঘ। পাঁচশালা ব্যাবস্থাকে
    উঃ ক

  • Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.