Top 200 ইতিহাস জিকে

161.” আগ্রা ও ফতেপুরসিক্রি লন্ডন থেকে বড়ো”- কে বলেন
ক। মানুচি
খ। আব্দুর রেজ্জাক
গ। গড লেইন
ঘ। রেলফ ফিচ
উঃ ঘ

  • দ্বাদশ নির্দেশিকায় কার নাম যুক্ত-
    ক। হুমায়ুন
    খ। আকবর
    গ। জাহাঙ্গীর
    ঘ। শাহজাহান
    উঃ গ
  • 163.”ধর্মাটের যুদ্ধ”- কত সালে হয়
    ক। ১৫৬৮
    খ।১৬৫৮
    গ। ১৬৬৮
    ঘ। ১৬৫৯
    উঃ খ
    164.” ইকবাল নামা”- কার রচিত
    ক। মতুামিদ খাঁ
    খ। জাফর খাঁ
    গ। আবুল ফজল
    ঘ। বদাউনি
    উঃ ক
    165. “চৌথ ও সরদেশমুখী হল দস্যু কর”- উক্তিটি কার
    ক। ঈশ্বরী প্রসাদ
    খ। আবুল ফজল
    গ। আবদুস সামাদ
    ঘ। ভিনসেন্ট স্মিথ
    উঃ ঘ( ইংরেজ ঐতিহাসিক)

    1. আগ্রা নগরীর পত্তন করেন কে-
      ক। সুলতান মামুদ
      খ। মহঃ ঘুরি
      গ। সিকন্দর লোদী
      ঘ। শাহজাহান
      উঃ গ ( ১৫০৪ খ্রিঃ)।
    2. কোন সুলতান লাহোর থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তর করেন-
      ক। ইলতুৎমিস
      খ। সুলতান মামুদ
      গ। বলবন
      ঘ। আলাউদ্দিন খলজী
      উঃ ক (১২১১-১২৩৬)
    3. বুক্কর সময় তেলেগু কবি কে ছিলেন-
      ক। বিজয় সেন
      খ। নাগনা সোম
      গ। বিজয় দাস
      ঘ। ভলগা করিম
      উঃ খ ( এনাকে আবার নাচনা সোমও বলা হত)।
    4. কৃষ্ণদেব রায়ের রাজগুরু বা শিক্ষক কে ছিলেন-
      ক। ভবানী প্রসাদ
      খ। নন্দী তিয়মা
      গ। অন্তরাস চিক্কাদিও
      ঘ। ব্যাসরাজ
      উঃ ঘ
    5. বিজয় নগরের শ্রেষ্ঠ উৎসব কি-
      ক। মহা নবমী উৎসব
      খ। অস্টমী উৎসব
      গ। দুর্গা পূজা
      ঘ। লক্ষী পূজা
      উঃ ক

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.