ইতিহাস GK (ইঙ্গ-মারাঠা সম্পর্ক)
21. টিপু সুলতান কোন বিপ্লবের প্রতীক হিসেবে শ্রীরঙ্গপত্তমে “স্বাধীনতার বৃক্ষ”-স্থাপন করেছিলেন?
(A) জুলাই বিপ্লবের
(B) ফরাসী বিপ্লবের
(C) রুশ বিপ্লবের
(D) ফেব্রুয়ারি বিপ্লবের
22. টিপু সুলতান সমন্ধে নীচের কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক?
(A) তিনি শ্রীরঙ্গপত্তমে “স্বাধীনতার বৃক্ষ”-স্থাপন করেন
(B) তিনি ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্যপদ নেন
(C) টিপু সুলতানের পিতা হায়দার আলি কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান
(D) All are Correct
23. মহীশূরের স্বাধীন সুলতানি রাজবংশের প্রতিষ্ঠাতা কে করেন?
(A) নিজাম আলি
(B) টিপু সুলতান
(C) হায়দার আলি
(D) নঞ্জরাজ
24. কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
(A) লর্ড আৰ্মহার্স্ট
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড কর্ণওয়ালিশ
(D) ওয়ারেন হেস্টিংস
25. 76’এর মন্বন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন?
(A) মীরজাফর
(B) মীরকাসিম
(C) নজম-উদ-দৌল্লা
(D) সইফ-উদ-দৌল্লা
26. চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপুর পরাজয়ের পরে মহীশূর রাজ্যের একাংশ পুনরায় ফিরিয়ে দেওয়া হয়-
(A) টিপুর উত্তরাধিকারীদের
(B) ত্রিবাঙ্কুরের হিন্দু রাজাদের
(C) কর্ণাটকের রাজাকে
(D) মহীশূরের ওড়িয়া বংশীয় রাজাকে
27. “স্বাধীনতার বৃক্ষ”-টিপু সুলতান কোথায় স্থাপন করেন?
(A) ফ্রান্সে
(B) শ্রীরঙ্গপত্তমে
(C) মহীশূরে
(D) কর্ণাটকে
28. শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে?
(A) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের
(B) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের
(C) তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের
(D) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের
29. টিপু সুলতান কোন যুদ্ধে মারা যান?
অথবা:- মহীশূরের কোন শাসক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নিহত হন?
(A) প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের
(B) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের
(C) তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের
(D) চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের
30. বিদোরের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
(A) 1760 সালে
(B) 1759 সালে
(C) 1757 সালে
(D) 1761 সালে
31.”মহারাষ্ট্রের মেকিয়াভেলি” -কাকে বলা হয়?
(A) নানা ফড়ণবীশকে
(B) দ্বিতীয় মাধব রাও কে
(C) দ্বিতীয় বাজীরাওকে
(D) নানাসাহেব কে
32.”মারাঠা রাজনীতির কৌটিল্য”- কাকে বলা হয়?
(A) নানা ফড়ণবীশকে
(B) দ্বিতীয় মাধব রাও কে
(C) দ্বিতীয় বাজীরাওকে
(D) নানাসাহেব কে
33.নানা ফড়ণবীশ-এর মৃত্যু হয় কবে?
(A) 1804 খ্রিস্টাব্দে
(B) 1795 খ্রিস্টাব্দে
(C) 1800 খ্রিস্টাব্দে
(D) 1801 খ্রিস্টাব্দে
https://www.gkindia.net/history-gk-plassey-war/
https://www.gkindia.net/ancient-indian-history-gk/