TOP 200 জীবন বিজ্ঞান GK

201. উদ্ভিদ দেহে খাদ্য পরিবহনে সাহায্য করে নিচের কোনটি?
(A) জাইলেম
(B) প্যারেনকাইমা
(C) ফ্লোয়েম
(D) কোলেনকাইমা

Ans- (C) ফ্লোয়েম কলা ( পাঁচ প্রকার কোশ উপাদান দিয়ে গঠিত। যথাক্রমে সীভনল,সীভকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোশ এবং ফ্লোয়েম তন্তু)।

202. নিচের কোনটি পরজীবী উদ্ভিদের উদাহরণ?
(A) বট
(B) স্বর্ণলতা
(C) লাইকেন
(D) ইস্ট
Ans- (B) স্বর্ণলতা

203. মটর গাছের মূলের আর্বুদে উপস্থিত ব্যাকটেরিয়া নিচের কোনটি?
(A) ইস্ট
(B) অ্যাজোটোব্যাক্টর
(C) অ্যাজোল্লা
(D) রাইজোবিয়াম
Ans- (D) রাইজোবিয়াম

204. নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ?
(A) ধান
(B) আম
(C) বট
(D) মটর
Ans- (A) ধান ( নীরস ফল। এবং ধানে বায়ু পরাগযোগ ঘটে)।

205. আপেলের কোনটি ভোজ্য অংশ?
(A) বীজপত্র
(B) মেসোকার্প
(C) রসালো পুস্পাক্ষ
(D) সস্য
Ans- (C) রসালো পুস্পাক্ষ

206. স্ফীতকন্দ টিউবার নিচের কোন উদ্ভিদে দেখা যায়?
(A) পেঁয়াজ
(B) আদা
(C) ওল
(D) আলু
Ans- (D) আলুতে দেখা যায় ( অপরিবর্তিত কান্ড)

207. লাইকেন হলো —
(A) শৈবাল ও ব্যাকটেরিয়ার সহাবস্থান
(B) শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
(C) শৈবাল ও ফার্নের সহাবস্থান
(D) মস ও ছত্রাকের সহাবস্থান
Ans- (B) শৈবাল ও ছত্রাকের সহাবস্থান

208. ফুলের একটি সাহায্যকারী স্তবক নিচের কোনটি?
(A) পুংস্তবক
(B) স্ত্রীস্তবক
(C) বৃতি
(D) পত্রবৃন্ত
Ans- (C) বৃতি

209. পাট ও শন হল ——–এর উদাহরন।
(A) স্কেলেরাইড
(B) স্কেলেরেনকাইমা
(C) এরেনকাইমা
(D) উপরের কোনোটিই নয়
Ans- (B) স্কেলেরেনকাইমার উদাহরণ।

210. পতঙ্গভোজী গাছ পতঙ্গদেহ থেকে কি সংগ্রহ করে?
(A) লোহা
(B) নাইট্রোজেন
(C) অক্সিজেন
(D) হাইড্রোজেন
Ans- (B) নাইট্রোজেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.