TOP 200 জীবন বিজ্ঞান GK

21.নিন্মলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন রোগী সবচেয়ে স্বেচ্ছায় সাইকোথেরাপি চিকিৎসা গ্রহণে ব্রতী হবে?
(A) ব্যক্তিত্ব কাঠামোয় দূষণগ্রস্থ রোগী
(B) উৎকন্ঠাগ্রস্থ রোগী
(C) ভীতগ্রস্থ রোগী
(D) বিষণ্ণতাগ্রস্থ রোগী

Ans- (A) ব্যক্তিত্ব কাঠামোয় দূষণগ্রস্থ রোগী।

22.সম্পূর্ণ নষ্ঠ হয়ে যাওয়া স্মৃতিকে বলা হয়-
(A) স্মৃতিক্ষয়
(B) তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি
(C) সম্পূর্ণ চেতনারোহিত অবস্থা
(D) আংশিক স্মৃতিক্ষয়

Ans- (A) স্মৃতিক্ষয়

23.DNA পর্যায়ক্রম আবিষ্কার করেন কে ?
(A) এইচ জি খোরানা
(B) ওয়াটসন ও ক্রিক
(C) ফ্রেডারিক সঞ্চার
(D) ই এম সাউদার্ন

Ans- (B) ওয়াটসন ও ক্রিক ( DNA-এর সম্পূর্ণ নাম-Deoxyribonucleic Acid। 1953 খ্রিস্টাব্দে DNA অনুর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন এই বিজ্ঞানীরা)।

24.নিন্মোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাস গঠিত রোগ?
(A) ট্রাইপ্যানসোমিয়ানিস
(B) জিয়ারডিয়াসিস
(C) এনকেফালাইটিস
(D) ওরিয়েন্টাল ঘা(Oriental Sore)

Ans- (C) এনকেফালাইটিস

25.প্রাকৃতিক নির্বাচন তত্বের প্রবক্তা কে ?
(A) জে বি এস হলডেন
(B) জি জে ম্যান্ডেল
(C) এ আই ওপারিন
(D) সি আর ডারউইন

Ans- (D) সি আর ডারউইন ( ইনার রচিত গ্রন্থের নাম ” On the Origin of Species by means of natural selection”)।

26.একটি নির্দিষ্ট ধরণের অথবা একটি নির্দিষ্ট এলাকার সমুদায় জীবগুলির ভরকে বলে —
(A) বায়োম
(B) বায়োমাস
(C) বায়োমার্কার
(D) বায়োসেন্সার

Ans- (B) বায়োমাস(Biomass)

27.” সেল থিওরি” প্রকাশ করেন–
(A) স্লেইডেন ও সোয়ান
(B) বেনসন ও কেলভিন
(C) ডিকসন ও জলি
(D) বানটিং ও বেস্ট

Ans- (A) স্লেইডেন ও সোয়ান (এটি কোশ মতবাদ নামেও পরিচিত।এটি প্রকাশ করেন 1830 সালে। যদিও এর আবিষকর্তা রবার্ট হুক। আবিস্কার করেন 1665 সালে(1635- 1703)। এছাড়াও হুক 1660 সালে ” Low of Elasticity ” আবিস্কার করেন এটি Hook’s Low নামেও পরিচিত)

28.গ্রেগর জোহান মেন্ডেল হলেন —
(A) উদ্ভিদ বিজ্ঞানের জনক
(B) প্রাণী বিজ্ঞানের জনক
(C) বংশগতিবিদ্যার জনক
(D) টেক্সনমির জনক

Ans- (C) বংশগতিবিদ্যার জনক(1866 খ্রিস্টাব্দে বংশগতি-সংক্রান্ত সূত্র প্রবর্তন করেন গ্রেগর জোহান মেন্ডেল)।

29.দ্বি-পদ নামকরণের জন্য বিখ্যাত-
(A) নিলিয়াস
(B) হাচিনসন
(C) স্ট্যানলি
(D) ডারউইন

Ans- (A) নিলিয়াস ( ইনি হলেন শ্রেণি বিন্যাস বিদ্যার জনক)

30.ECG-এর সম্পূর্ণ রূপটি হল-
(A) ইলেক্ট্রো কার্ডিও গ্রাফ
(B) ইলেকট্রনিক কার্ডিও গ্রাম
(C) ইলেক্ট্রো কার্ডিয়াক গ্রাফ
(D) ইলেক্ট্রোকার্ডিওগ্রাম

Ans- (D) ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ( Electroencephalogram) ডব্লিউ এইনথোভেন 1903 খ্রিস্টাব্দে ECG আবিস্কার করেন ও এই পদ্ধতির ব্যাখ্যাদেন)।

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

বিজ্ঞান প্রশ্ন ও উত্তর রেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর 
ইতিহাস প্রশ্ন ও উত্তর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.