TOP 200 জীবন বিজ্ঞান GK

191. কোন এককোশী শৈবালের দেহে সেন্ট্রিওল উপস্থিত আছে ?
(A) ভলবক্স
(B) ক্ল্যামাইডোমোনাস
(C) ক্লোরেল্লা
(D) ইস্ট

Ans- (B) ক্ল্যামাইডোমোনাসের দেহে সেন্ট্রিওল উপস্থিত আছে।(এটি ক্ষুদ্রতম সচল শৈবাল)।

192. পর্ণবৃন্ত হল রূপান্তরিত-
(A) পাতা
(B) মূল
(C) কান্ড
(D) উপরের কোনোটিই নয়
Ans- (C) কান্ড

192. বায়ুগহ্ববরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয়-
(A) কলেনকাইমা
(B) ক্লোরেনকাইমা
(C) এরেনকাইমা
(D) ইডিওপ্লাস্ট
Ans- (C) এরেনকাইমা

193. মূলবিহীন উদ্ভিদ হল-
(A) উলফিয়া
(B) মনোট্রপা
(C) সয়াথিয়া
(D) পাইন
Ans- (A) উলফিয়া (আরেকটি মূলবিহীন উদ্ভিদ হল ইউট্রিকুলোরিয়া)।

194. ছত্রাকের কোশপ্রাচীর——– দ্বারা নির্মিত হয়।
(A) সেলুলোজ
(B) ফ্যাট
(C) হাইফি
(D) কাইটিন
Ans- (D) কাইটিন

195. দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল-
(A) আম
(B) ধান
(C) কলা
(D) গম
Ans- (A) আম ( এই মিশ্রবাসী উদ্ভিদ প্রকৃত এবং সরল ফল নামে পরিচিত।** কেবলমাত্র সপুস্পক দ্বিবীজপত্রী উদ্ভিদে নিষেকঘটে)।

196. নিন্মের কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায়?
(A) শতমুলী
(B) সর্পগন্ধা
(C) সিনকোন/সিঙ্কনা
(D) আকন্দ
Ans- (B) সর্পগন্ধা (এর বিজ্ঞান সম্মত নাম রাউভলফিয়া সর্পেন্টিনা। এর মূল থেকে প্রাপ্ত উপক্ষার ‘রেসারপিন’ উচ্চ রক্তচাপ কমায়)।

197. ডুমুরের পুষ্পবিন্যাসটি হল-
(A) হাইপ্যানথোডিয়াম
(B) সায়াথিমান
(C) স্পাইক
(D) রেসিম
Ans- (A) হাইপ্যানথোডিয়াম

198. সরল বা একক ফলের উদাহরণ নীচের কোনটি?
(A) ডুমুর
(B) আপেল
(C) নারকেল
(D) আম
Ans- (D) আম ( আমকে আবার প্রকৃত ফলও বলা হয়। কলা ও শসা হল একটি প্রকৃত ফলের উদাহরণ)।

199. একলিঙ্গ ফুল নীচের কোনটি?
(A) জবা
(B) অপরাজিতা
(C) কুমড়ো
(D) ধুতরা
Ans- (C) কুমড়ো ( এটি হল সরল ফল বা একক ফল। এবং কুমড়ো হল অপসারী শিরাবিন্যাস করা একটি উদ্ভিদ। তাল পাতাও হলো অপসারি শিরা বিন্যাসের উদাহরণ। কুমড়োকে আবার সহবাসী উদ্ভিদ বলা হয়)

200. পর্ণকান্ড হল রূপান্তরিত-
(A) কান্ড
(B) পাতা
(C) আকর্ষ
(D) ফল
Ans- (A) কান্ড ( এখানে মনে রাখতে হবে পর্ণবৃন্তও রূপান্তরিত হয় কান্ডে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.