রেলের বিগত বছরের প্রশ্ন

RRB PREVIOUS YEARS QUESTIONS AND ANSWERS IN BENGALIরেলের GROUP-D ও Group-C  এর বিগত বছরের সমস্ত প্রশ্ন ও উত্তর বাংলায় পড়ুন. GK Bangla এর RRB Gk সেকশনে৷ ২০০০ সাল থেকে যে সমস্ত প্রশ্ন রেলের বিভিন্ন পরীক্ষা যেমন RRB Group-D, RRB Group-C , এবং বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল শাখায় যে সমস্ত সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ এর প্রশ্ন এসেছে এখানে সেই সমস্ত প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল ৷ Read RRB Group D and Group C Previous Years Questions And Answers in Bengali from the year 2000 to 2021.

Top 350 ভূগোল জিকে প্রশ্নModern Indian History 
Top 200 Basic GKভারতের নদ নদী সম্বন্ধীয় প্রশ্ন

1.বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত?
ক. 22
খ. 20
গ. ২1
ঘ. 24

উত্তর-ঘ. 24

2. রিজার্ভ ব্যাংক কোন রাজ্য সরকারের কার্য পরিচালনা করে না ?
ক. অসম
খ. জম্মু ও কাশ্মীর
গ. নাগাল্যান্ড
ঘ. এদের কোনটিই নয়
উত্তর- গ. নাগাল্যান্ড

3. ভারতের শ্রেষ্ঠ রজন উৎপাদনকারী রাজ্য কোনটি ?
ক. মধ্যপ্রদেশ
খ. বিহার
গ. হিমাচল প্রদেশ
ঘ. আসাম
উত্তর-গ. হিমাচল প্রদেশ

4. সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না ?
ক. লোহা
খ. তামা
গ. সোনা
ঘ. ব্রোঞ্জ
উত্তর- ক. লোহা

5. নিচের কোনটিকে  মার্স গ্যাস বলা হয় ?
ক. CH4
খ. CH6
গ. C2H2
ঘ. None of the above
উত্তর- ক. CH4

Clic here to practice GK in English: Gk Practice Set
6. হীরক রাসায়নিকভাবে –
ক. খাঁটি সোনা
খ. খাঁটি কয়লা
গ. খাঁটি কার্বন
গ. খাঁটি ক্যালসিয়াম কার্বনেট

উত্তর-গ. খাঁটি কার্বন

7. রক্ততঞ্চনের জন্য কোন প্রোটিন দায়ী?
ক. গ্লোবিউলিন
খ. ফাইব্রোন
গ. ফাইব্রিনোজেন
ঘ. এদের কোনটিই নয়
উত্তর -গ. ফাইব্রিনোজেন 

8. ভারত কোনটির উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
ক. নিকেল
খ. কয়লা
গ. ম্যাঙ্গানিজ
ঘ. অভ্র
উত্তর – ঘ. অভ্র

9. পাখিদের দেহের তাপমাত্রা কত?
ক. ৩৯-৪০ ডিগ্রী সেলসিয়াস
খ. ৪০-৪২ ডিগ্রী সেলসিয়াস
গ. ৪৫-৪৮ ডিগ্রী সেলসিয়াস
ঘ. ৫০-৫২ ডিগ্রী সেলসিয়াস
উত্তর -খ. ৪০-৪২ ডিগ্রী সেলসিয়াস

10. প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয়?
ক. ক্লোরিন
খ. সালফার
গ. কার্বন
ঘ. নাইট্রোজেন
উত্তর -খ. সালফার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.