রেলের বিগত বছরের প্রশ্ন

 RRB Question and Answers in Bangla page -2

11.RAM শব্দটির অর্থ কি?
ক. Random Access Memory
খ. Random Awerness Memory
গ. Random All Memory
ঘ. None of the above

উত্তর- ক. Random Access Memory

12.বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে?
ক. Tropopause
খ. Ionosphere
গ. Troposphere
ঘ. কোনটিই নয়

উত্তর-খ. Ionosphere

13. পার্লামেন্টের যুক্ত অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. উপরাষ্ট্রপতি
উত্তর-ক. রাষ্ট্রপতি 

14. জল রাসায়নিকভাবে একটি –
ক. হাইড্রোক্সাইড
খ. অক্সাইড
গ. যৌগ
ঘ. কোনটিইট নয়
উত্তর-জল রাসায়নিকভাবে একটি যৌগ 

15.সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত বছর ?
ক. 22
খ. 21
গ. 25
ঘ. 18
উত্তর-সংসদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর  

16. ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
ক. লক্ষ্নৌ
খ. পুনে
গ. ব্যাঙ্গালুরু
ঘ. দিল্লী
উত্তর-ভারতে কেন্দ্রীয় ঔষধ গবেষণা প্রতিষ্ঠানটি লক্ষ্নৌতে অবস্থিত

17. যার সময়ে রাওলাট আইন পাশ হয়েছিল –
ক. লর্ড মিন্টো
খ. লর্ড চেম্সফোর্ড
গ. লর্ড ডাফরিন
ঘ. লর্ড ওয়েলিংটন
উত্তর-লর্ড চেম্সফোর্ড এর সময়ে ১৯১৯ সালে রাওলাট আইন পাশ হয়েছিল ৷ রাওলাট আইনকে black Act বা কালো আইনও বলা হয়

18. ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে ?
ক. ম্যাকমোহন
খ. Radcliffe
গ. স্টাফোর্ড ক্রিফস
ঘ. লোক
উত্তর-ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে Radcliffe লাইন বলে   

19. বাণভট্ট কার সভাকবি ছিলেন?
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. কনিষ্ক
গ. শশাঙ্ক
ঘ. হর্ষবর্ধন
উত্তর- বাণভট্ট হর্ষবর্ধন এর সভাকবি ছিলেন 

20. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
ক. ১৫৫৬
খ. ১৫২৬
গ. ১৫৭৬
ঘ. ১৭৬১
উত্তর-পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে হয়েছিল  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.