রেলের বিগত বছরের প্রশ্ন

41. নিচের কোন স্থানে সূর্য কখনোই লম্বভাবে পতিত হয় না?
ক. শ্রীনগর
খ. মুম্বাই
গ. মাদ্রাজ
ঘ. ত্রিবান্দ্রম

উত্তর-ক. শ্রীনগর

42. নিচের কোন রাজ্যটি কর্কট ক্রান্তি রেখা দ্বারা দ্বিখন্ডিত হয় নি?
ক. উড়িষ্যা
খ. রাজস্থান
গ. মধ্যপ্রদেশ
ঘ. ছত্তিশগড়

উত্তর-ক. উড়িষ্যা

43. কতসালে ভারতের রাজ্যগুলি ভাষার ভিত্তিতে বিভক্ত হয়েছিল?
ক. ১৯৮৭
খ. ১৯৫০
গ. ১৯৫৬
ঘ. ১৯৫৯
উত্তর-গ. ১৯৫৬

44.. নিচের কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে?
ক. গোদাবরী
খ. কাবেরী
গ. নর্মদা
ঘ. কৃষ্ণা
উত্তর-গ. নর্মদা

45. বন্য গাধা সংরক্ষণের ব্যবস্থা কোথায় আছে?
ক. উত্তরপ্রদেশ
খ. আসাম
গ. রাজস্থান
ঘ.গুজরাট
উত্তর-ঘ.গুজরাট

46. কোন শষ্য চাষের জন্য জল জমে থাকা প্রয়োজন?
ক. গম
খ. ধান
গ. কফি
ঘ. শর্ষে
উত্তর-খ. ধান

47. রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. ১৯১৩ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৯২১ সালে
উত্তর-ক. ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান

48. মুদ্রারাক্ষস এর লেখক কে?
ক. শুদ্রক
খ. বিশাখ দত্ত
গ. কালিদাস
ঘ. বাণভট্ট
উত্তর-খ. বিশাখ দত্ত

49.”আলালের” ঘরে দুলাল”- এর লেখক কে?
ক. ডিরোজিও
খ. কালীপ্রসন্ন সিংহ
গ. রামমোহন রায়
ঘ. ট্যাকচাঁদ ঠাকুর
উত্তর-ঘ. ট্যাকচাঁদ ঠাকুর

50.”গীতগোবিন্দ” এর লেখক কে?
ক. জয়দেব
খ. তুলসী দাস
গ. রাজশেখর
ঘ. ভবভূতি
উত্তর-ক. জয়দেব

রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.