রেলের বিগত বছরের প্রশ্ন

141.পু শব্দটি যে খেলার সাথে যুক্ত?
A. বিলিয়ার্ড
B. বেসবল
C. টেবিল টেনিস
D. লন টেনিস

Ans- A. বিলিয়ার্ড

142.নিচের কোন যুদ্ধ গ্রেট ওয়ার নামে পরিচিত?
A. প্রথম বিশ্বযুদ্ধ
B. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C. রাশিয়ার যুদ্ধ
D. ইংল্যান্ড- ফ্রান্স যুদ্ধ

Ans-A. প্রথম বিশ্বযুদ্ধ

143.মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন?
A. ২৩ তম
B. ২৪ তম
C. প্রথম
D. ১০ম

Ans- B. ২৪ তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন

144.ডান্ডিয়া রাস নাচটি মূলত কোথাকার –
A. উত্তর প্রদেশ
B. আসাম
C. গুজরাট
D. ওড়িষ্যা

Ans-C. গুজরাট

145.ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি কতসালে তৈরি হয়েছিল?
A. ১৯৭২ সালে
B. ১৯৭৪ সালে
C. ১৯৬৫ সালে
D. ১৯৭৫ সালে

Ans- A. ১৯৭২ সালে

146.সত্যজিৎ রায় কতসালে মারা যান?
A. ১৯৯০ সালে
B. ১৯৯২ সালে
C. ১৯৯১ সালে
D. ১৯৯৩ সালে

Ans- B. ১৯৯২ সালে

147.প্রেম ভাঠিয়া পুরস্কার যেজন্য দেওয়া হয়?
A. সাহিত্য
B. সাংবাদিকতা
C. অর্থনীতি
D. খেলা

Ans-B. সাংবাদিকতা

148.ভারতের কোথায় প্রথম মহিলা পুলিশ স্টেশন স্থাপিত হয়েছে?
A. কেরল
B. দিল্লি
C. পশ্চিমবঙ্গ
D. মিজোরাম

Ans- A. কেরল

149.এশিয়ার ক্ষুদ্রতম দেশের নাম কি?
A. ঘানা
B. লিবিয়া
C. ভুটান
D. মালদ্বীপ

Ans-D. মালদ্বীপ

150.স্কোপজে কোন দেশের রাজধানী?
A. লুক্সেমবার্গ
B. ম্যাসিডোনিয়া
C. লিবিয়া
D. লিচেনস্টাইন

Ans-B. ম্যাসিডোনিয়া

রেলের গ্রূপ ডি প্রশ্ন ও উত্তর পার্ট -2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.