রেলের বিগত বছরের প্রশ্ন

81.প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক ফর্মুলা কোনটি?
A. CH4
B. C3H3
C. C4H10
D. C2H6

Ans- A. CH4

82.CO২ এর একটি অণুতে কার্বনের শতকরা হার কত?
A. ২.৭৩%
B. ৮০%
C. ৭২.৭%
D. ২৭.৩%

Ans- D. ২৭.৩%

83.২০০ কেজি ওজনের একটি নৌকা জলে ভাসলে কত কেজি জল অপসারণ করবে?
A. ২০০ কেজি
B. ২৫০ কেজি
C. ৪০০ কেজি
D. ০ কেজি
Ans- A. ২০০ কেজি

84.নিচের কোনটি কাপড় কাচার সোডা?
A. সোডিয়াম বাই কার্বনেট
B. সোডিয়াম কার্বনেট
C. সোডিয়াম ক্লোরাইড
D. ম্যাগনেসিয়াম ক্লোরাইড
Ans- B. সোডিয়াম কার্বনেট

85.কেক বা পাউরুটিকে নরম ও ফোলাতে ময়দার সঙ্গে কি মেশানো হয়?
A. রান্নার তেল
B. বেকিং পাউডার
C. চিনি
D. বনস্পতি

Ans- B. বেকিং পাউডার

86.পিতলে নিচের কোন উপাদান গুলি থাকে?
A. ৪০% তামা , ৪০% দস্তা, ২০% টিন
B. ৫০% তামা , ৫০% দস্তা
C. ৮০% তামা , ১০% দস্তা, ১০% সীসা
D. ৮০% তামা , ২০% দস্তা

Ans- D. ৮০% তামা , ২০% দস্তা

87.ব্রোঞ্জে নিচের কোন উপাদানগুলি আছে?
A. ৮০% তামা, ২০% দস্তা
B. ৪০% তামা, ২০% দস্তা, ৪০% টিন
C. ৯০% তামা, ১০%টিন
D. ৪০% তামা , ৪০% দস্তা, ২০% টিন

Ans- A. C. ৯০% তামা, ১০%টিন

88.জার্মান সিল্ভারে নিচের কোন উপাদানগুলি আছে?
A. ২০% তামা, ২০% ক্রোমিয়াম, ৬০% দস্তা
B. ৪০% দস্তা, ২০% তামা, ৪০% রুপা
C. ৬০% তামা, ২৫% দস্তা, নিকেল ১৫%
D. ৮০% তামা, ১৫% দস্তা, ৫% সিলভার

Ans-C. ৬০% তামা, ২৫% দস্তা, নিকেল ১৫%

89.নিচের কোন ধাতুটি এসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন অপসারিত করে?
A. টিন
B. তামা
C. পারদ
D. রুপা

Ans-B. তামা

90.সমুদ্রের জলে ওজন হিসেবে লবণের শতকরা পরিমান কত?
A. ৪.১%
B. ৩.৬%
C. ০.১%
D. ১০.২%

Ans-B. ৩.৬%

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.