ঔপনেশিক শাসন এবং অর্থনীতি (MCQ)

41. কোথায় প্রথম পাঁচশালা বন্দোবস্ত চালু হয়?
(A) ভাগলপুরে
(B) পাতিয়ালতে
(C) নদীয়াতে
(D) তালচের

Ans-(C) নদীয়াতে
(বাংলার নদীয়াতে 1772 সালে)।

42. পাঁচশালা বন্দোবস্তের অপর নাম কি?
(A) জমিদারী ব্যবস্থা
(B) কৃষি সম্প্রসারণ ব্যবস্থা
(C) খালিসা ব্যবস্থা
(D) ইজারাদারী ব্যবস্থা
Ans-(D) ইজারাদারী ব্যবস্থা

43. কোথায় সর্বপ্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়?
(A) রানীগঞ্জে
(B) তালচের
(C) আসামে
(D) ঝরিয়া
Ans-(A) রানীগঞ্জে
(1820 খ্রিস্টাব্দে রানীগঞ্জে সর্বপ্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়)।

44. ভারতে সর্বপ্রথম পাটকল স্থাপন হয় কোথায়?
(A) বোম্বাইতে
(B) গুজরাটে
(C) আহমেদাবাদে
(D) কলকাতাতে
Ans-(D) কলকাতাতে (রিষড়ায়)
(1855 সালে কলকাতার সন্নিকটে রিষড়ায় ভারতে সর্বপ্রথম পাটকল স্থাপন হয়।
* ব্রিটিশ উদ্যোক্তা জর্জ অকল্যান্ড এবং বাঙালি ব্যবসায়ী বাবু ব্যাসুম্বর সেন এই পাটকল স্থাপন করেন।
* পাটকলটির নাম ছিল Acland Mill)।

45. আসাম টি কোম্পানি স্থাপিত হয় কবে?
(A) 1835 সালে
(B) 1839 সালে
(C) 1836 সালে
(D) 1842 সালে
Ans-(B) 1839 সালে

46. প্রথম চিনিকল স্থাপিত হয় কবে?
(A) 1835 সালে
(B) 1906 সালে
(C) 1907 সালে
(D) 1849 সালে
Ans-(C) 1907 সালে

47. প্রথম কাপড় কল স্থাপিত হয় কোথায়?
(A) বোম্বাইতে
(B) গুজরাটে
(C) আহমেদাবাদে
(D) কলকাতাতে
Ans-(A) বোম্বাইতে
(1853 সালে বোম্বাইতে পার্সি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর প্রথম কাপড় কল প্রতিষ্ঠা করেন)।

48. টিসকো (Tisco) কোম্পানি প্রথম কোথায় স্থাপিত হয়?
(A) ঝরিয়াতে
(B) তালচের
(C) ভাগলপুরে
(D) জামসেদপুরে
Ans-(D) জামসেদপুরে
(1907 সালে বিহারের সিংভূম জেলার সাকচি বা জামসেদপুরে জামসেদজীর উদ্যোগে প্রথম Tisco কোম্পানি প্রতিষ্ঠিত হয়)।

49. রায়তওয়ারি ব্যবস্থায় “রায়ত”- বলতে কাদের বোঝানো হয়েছে?
(A) শ্রমিকদের
(B) কৃষকদের
(C) অভিজাতদের
(D) জমিদারদের
Ans-(B) কৃষকদের
(1820 এর দশকে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির বিস্তীর্ণ অঞ্চলে আলেকজান্ডার রীড ও টমাস মনরো রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন)।

50. কার শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় শুরু হয়?
(A) লর্ড হেস্টিংস
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড রিপন
(D) লর্ড কর্ণওয়ালিশ
Ans-(A) লর্ড হেস্টিংস (আর্ল ময়রা)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.