ঔপনেশিক শাসন এবং অর্থনীতি (MCQ)

21. চিরস্থায়ী বন্দোবস্তকে “একটি দুঃখজনক ভুল”- কথাটি বলেন কে?
(A) টি.আর. হোমস
(B) মার্শম্যান
(C) রমেশচন্দ্র দত্ত
(D) আলেকজান্ডার রীড

Ans-(A) টি.আর. হোমস

22. ভারতে ব্রিটিশ শাসনের “ইস্পাত কাঠামো”- বলা হত-
(A) সামরিক বাহিনীকে
(B) পুলিশ বাহিনীকে
(C) আমলাতন্ত্রকে
(D) বিচার ব্যবস্থাকে
Ans-(C) আমলাতন্ত্রকে/সিভিল সার্ভিসকে (Bureaucracy)।

23. কোন ইংরেজ শাসক ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় প্রথম সুপারভাইজার নিয়োগ করেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) ভেরেলেস্ট
(C) লর্ড কার্টিয়ার
(D) লর্ড কর্ণওয়ালিশ
Ans-(B) ভেরেলেস্ট (1767 -69)।

24. কে মুর্শিদাবাদ থেকে সরকারি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড কর্ণওয়ালিশ
Ans-(C) লর্ড ওয়ারেন হেস্টিংস

25. কোন বন্দোবস্তকে কেন্দ্র করে “গ্র্যান্ট-শোর- বিতর্ক দেখা যায়?
(A) রায়তোয়ারি বন্দোবস্ত
(B) মহলওয়ারি বন্দোবস্ত
(C) ভাইয়াচারি বন্দোবস্ত
(D) চিরস্থায়ী বন্দোবস্ত
Ans-(D) চিরস্থায়ী বন্দোবস্ত

26. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
(A) রবার্ট ক্লাইভ
(B) লর্ড ওয়েলেসলি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড কর্ণওয়ালিশ
Ans-(D) লর্ড কর্ণওয়ালিশ
(1793 খ্রিস্টাব্দের 22 শে মার্চ)।

27. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) লর্ড ওয়েলেসলি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড কর্ণওয়ালিশ
Ans-(C) ওয়ারেন হেস্টিংস
(বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1772 সালে পাঁচশালা বন্দোবস্ত চালু করেন * এই ব্যবস্থার অপর নাম হল- ইজারাদারি ব্যবস্থা)।

28. পাঁচশালা বন্দোবস্ত কোন বৎসর চালু হয়?
(A) 1772 সালে
(B) 1776 সালে
(C) 1777 সালে
(D) 1790 সালে
Ans-(A) 1772 সালে (ওয়ারেন হেস্টিংস)

29. “আমিনী কমিশন”- কে গঠন করেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) লর্ড ওয়েলেসলি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড কর্ণওয়ালিশ
Ans-(C) ওয়ারেন হেস্টিংস
(ভুমিরাজস্ব বন্দোবস্তের পাঁচশালা বন্দোবস্ত ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করার জন্য “আমিনী কমিশন”- গঠন করেন ওয়ারেন হেস্টিংস 1776 সালে)।

30. “আমিনী কমিশন”- কবে গঠন করা হয়?
(A) 1772 সালে
(B) 1776 সালে
(C) 1777 সালে
(D) 1790 সালে
Ans-(B) 1776 সালে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.