নদীর তীরে অবস্থিত ভারতের বিভিন্ন শহর

31. পাটনা কোন নদীর তীরে অবস্থিত?
(A) গঙ্গা
(B) তুঙ্গভদ্রা
(C) কৃষ্ণা
(D) কাবেরী

Ans- (A) গঙ্গা
(পাটনা শহরটি হলো বিহারের রাজধানী)।

32. বেঙ্গালুরু কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) তুঙ্গভদ্রা
(C) কৃষ্ণা
(D) বৃষভাবতী
Ans- (D) বৃষভাবতী
(বেঙ্গালুরু শহরটি কর্ণাটকে অবস্থিত)।

33. শিমোগা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) তুঙ্গভদ্রা
(C) কৃষ্ণা
(D) অজয়
Ans- (B) তুঙ্গভদ্রা
(শিমোগা শহরটি কর্ণাটকে অবস্থিত)।

34. ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) গঙ্গা
(C) কৃষ্ণা
(D) কাবেরী
Ans- (B) গঙ্গা
(ভাগলপুর শহরটি বিহারে অবস্থিত)।

35. হাজিপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) গঙ্গা
(C) যমুনা
(D) কাবেরী
Ans- (B) গঙ্গা
(হাজিপুর শহরটি বিহারে অবস্থিত)।

36. হোন্নাভর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) শরাবতী
(C) যমুনা
(D) কাবেরী
Ans- (B) শরাবতী
(হোন্নাভর শহরটি কর্ণাটকে অবস্থিত)।

37. হস্পেট শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) তুঙ্গভদ্রা
(C) যমুনা
(D) কাবেরী
Ans- (B) তুঙ্গভদ্রা
(হস্পেট শহরটি কর্ণাটকে অবস্থিত)।

38. কারোয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) শরাবতী
(C) যমুনা
(D) কাবেরী
Ans- (A) কালি
(কারোয়ার শহরটি কর্ণাটকে অবস্থিত)।

39. বাগলকোট শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) চেনাব
(B) শরাবতী
(C) যমুনা
(D) ঘাটপ্রভা
Ans- (D) ঘাটপ্রভা
(বাগলকোট শহরটি কর্ণাটকে অবস্থিত)।

40. ভদ্রাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কালি
(B) কংসাবতী
(C) ভদ্রা
(D) কাবেরী
Ans- (C) ভদ্রা
(ভদ্রাবতী শহরটি কর্ণাটকে অবস্থিত)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.