ক্রিকেট খেলা সম্বন্ধীয় প্রশ্ন

41.ক্রিকেট বলের পরিধি কত?
(A) 22.4 – 22.9 সেমি পর্যন্ত
(B) 22.2 – 22.4 সেমি পর্যন্ত
(C) 21.1 – 21.9 সেমি পর্যন্ত
(D) 20.4 – 20.9 সেমি পর্যন্ত

Ans-(A) 22.4 – 22.9 সেমি পর্যন্ত

42. 2011 সালের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর  নাম কি?
(A) যুবরাজ সিং
(B) তিলকরত্নে দিলশান
(C) রিকি পন্টিং
(D) কুমারা সাঙ্গাকারা
Ans-(B) তিলকরত্নে দিলশান
(ইনি হলেন শ্রীলঙ্কার ক্রিকেটার যিনি 2011 বিশ্বকাপে 500 রান করেন)।

43. ওভারের কোন বল গুলিকে ধরা হয় না?
(A) ওয়াইড বল
(B) নো বল
(C) বাউন্স বল
(D) A & B
Ans-(D) A & B

44. নিন্মের কোনটি ভারতীয় ক্রিকেট মাঠের নাম?
(A) ফিরোজ শাহ কোটলা
(B) ইডেন গার্ডেন
(C) ওয়াংখের স্টেডিয়াম
(D) উপরের সবকটিই
Ans-(D) উপরের সবকটিই

45. লেগ আম্পিয়ারের অপর নাম কি?
(A) 3 rd আম্পিয়ার
(B) স্ট্রাইকার আম্পিয়ার
(C) মেন আম্পিয়ার
(D) ডিসিশন আম্পিয়ার
Ans-(B) স্ট্রাইকার আম্পিয়ার

46. বিশ্বের কোন ক্রিকেটার একটানা বেশি টেস্ট খেলছেন?
(A) স্টিভ ওয়া
(B) জিমলে কার্ট
(C) রাহুল দ্রাবিড়
(D) সুলীল গাভাস্কার
Ans-(D) সুলীল গাভাস্কার
(এই ভারতীয় ক্রিকেটার একটানা 106 টি টেস্ট খেলেছেন)।

47. টেস্ট ক্রিকেটে প্রথম ত্রিপল সেঞ্চুরি কে করেন?
(A) ব্রায়ান লারা
(B) মার্ক ওয়া
(C) অ্যান্ডি স্যান্ডহাম
(D) বয়েটা ডিপেনার
Ans-(C) অ্যান্ডি স্যান্ডহাম
(ইনি ইংল্যান্ডের ক্রিকেটার)।

48. একদিবশীয় ক্রিকেট ম্যাচ ফ্লাড লাইটে প্রথম খেলা হয় কোথায়?
(A) জোহানসবার্গে
(B) সিডনিতে
(C) ডারবানে
(D) ইডেন গার্ডেনে
Ans-(B) সিডনিতে
(অস্ট্রেলিয়ায়)।

49. বাঁহাতি স্পিনারদের লেগব্রেক বলকে কি বলা হয়?
(A) দোসরা
(B) গুগলি
(C) চায়না ম্যান
(D) কার্ট এন্ড শর্ট ডেলিভারি
Ans-(C) চায়না ম্যান

50. একজন ব্যাটসম্যান আউট হলে কত সময়ের মধ্যে অপর ব্যাটসম্যানকে মাঠে (ক্রিজে) নামতে হবে?
(A) 1 মিনিটের মধ্যে
(B) 1.20 মিনিটের মধ্যে
(C) 1.30 মিনিটের মধ্যে
(D) 3 মিনিটের মধ্যে
Ans-(D) 3 মিনিটের মধ্যে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.