ক্রিকেট খেলা সম্বন্ধীয় প্রশ্ন

21.ভারতীয় কোন বোলার টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী উইকেট পেয়েছেন?
(A) জাভাগাল শ্রীনাথ
(B) কপিলদেব
(C) অনীল কুম্বলে
(D) জহির খান

Ans-(C) অনীল কুম্বলে
(টেস্টে 619 উইকেট পেয়েছেন। এবং তিনি বিশ্বের তৃতীয় বোলার)।

22.টেস্ট ক্রিকেটে সবচেয়ে সেঞ্চুরি করেছেন কোন ব্যাটসম্যান?
(A) রিকি পন্টিং
(B) ব্রায়ান লারা
(C) রাহুল দ্রাবিড়
(D) শচীন টেন্ডুলকার

Ans-(D) শচীন টেন্ডুলকার

23.প্রথম টেস্ট ম্যাচ ভারত খেলে কোন দেশের বিপক্ষে?
(A) ইংল্যান্ডের বিপক্ষে
(B) সাউথ আফ্রিকার বিপক্ষে
(C) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
(D) নিউজিল্যান্ডের বিপক্ষে

Ans-(A) ইংল্যান্ডের বিপক্ষে
(1932 সালে)।

24.2015 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) অস্ট্রেলিয়াতে
(B) ভারতে
(C) নিউজিল্যান্ডে
(D) A & C

Ans-(D) A & C

25.টেস্ট ক্রিকেটে প্রথম উকেট জুটিতে সর্বোচ্চ রান কত?
(A) 320 রান
(B) 415 রান
(C) 412 রান
(D) 419 রান

Ans-(B) 415 রান
(দক্ষিন আফ্রিকার নীল ম্যাকেন্জি ও গ্রেম স্মিথের জুটিতে)।

26.ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয়?
(A) রণজিৎ সিংকে
(B) শচীন টেন্ডুলকারকে
(C) রাহুল দ্রাবিড়কে
(D) মনসুর আলী পতৌদিকে

Ans-(A) রণজিৎ সিংকে

27.টসে জিতে বিপক্ষ দলকে ব্যাট দেওয়াকে কি বলে?
(A) ইনসাল্টিং
(B) ইনসার্ট
(C) গ্রেভ
(D) Kind of good

Ans-(B) ইনসার্ট

28.ক্রিকেট বল কি দিয়ে তৈরি হয়?
(A) কর্ক
(B) টোন সুতো
(C) চামড়া
(D) উপরের সবকটিই

Ans-(D) উপরের সবকটিই

29.2011 সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) ভারতে
(B) বাংলাদেশে
(C) শ্রীলঙ্কায়
(D) উপরের সবকটিই
(D) উপরের সবকটিই

Ans-(ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে 2011 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল)।

30.I.C.C. পুরো নাম কি?
(A) ইন্টারন্যাশনাল কমিটি কাউন্সিল
(B) ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল
(C) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
(D) ইন্টারন্যাশনাল ক্রাইম সেন্টার

Ans-(C) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
(ICC হেড কোয়ার্টার আবুধাবীতে।এটি প্রতিষ্ঠিত হয় 1833 সালে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.