Top 350 ভূগোল জিকে প্রশ্ন

Read Geography GK Questions in English

41.আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত?
A. এন্ড্রোমিডা
B. ট্রায়াঙ্গুলাম
C. মিল্কি ওয়ে
D. কোনটিই নয়

Ans- C. মিল্কি ওয়ে

42. নিচের কোন গ্রহটির উপগ্রহের নাম গ্যানিমিডি?
A. বৃহস্পতি
B. শনি
C. মঙ্গল
D. শুক্র
Ans-A. বৃহস্পতি

43. ইউরেনাস কে আবিষ্কার করেন?
A. স্যার আইজ্যাক নিউটন
B. উইলিয়াম হেনরি
C. কোপারনিকাস
D. উইলিয়াম হার্সেল
Ans-D. উইলিয়াম হার্সেল

44. সুপার নোভা কি?
A. একটি গ্রহাণু
B. একটি ব্ল্যাক হোল
C. একটি মৃত্যুকালীন তারা
D. একটি ধূমকেতু
Ans-C. একটি মৃত্যুকালীন তারা

45. পৃথিবী তার নিজ অক্ষের উপর কোন দিক থেকে কোনদিকে ঘোরে?
A. পশ্চিম থেকে পূর্বে
B. পূর্ব থেকে পশ্চিমে
C. উত্তর থেকে দক্ষিনে
D. দক্ষিন থেকে উত্তরে
Ans-A. পশ্চিম থেকে পূর্বে

কারেন্ট অ্যাফেয়ার্স 2019

আন্তর্জাতিক তারিখ রেখা যার উপর দিয়ে গিয়েছে
A. বাফিন প্রণালী
B. বেরিং প্রণালী
C. হাডসন উপতক্যা
D. ডেনমার্ক A. পশ্চিম থেকে পূর্বে

Ans-B. বেরিং প্রণালী

47. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?
A. নীল
B. কঙ্গো
C. আমাজন
D. গঙ্গা
Ans-C. আমাজন (দীর্ঘতম নদীর নাম নীল)

48. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?
A. নায়াগ্রা জলপ্রপাত
B. বায়োমা জলপ্রপাত
C. এঞ্জেল জলপ্রপাত
D. ভিক্টোরিয়া জলপ্রপাত
Ans-C. এঞ্জেল জলপ্রপাতfalls

49. কোন প্রণালীর দ্বারা আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ থেকে বিভক্ত হয়েছে?
A. হুক প্রণালী
B. জিব্রালটার প্রণালী
C. পক প্রণালী
D. বেরিং প্রণালী
Ans-B. জিব্রালটার প্রণালী

50. ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
A. কাঞ্চনজঙ্ঘা
B. নান্দা দেবী
C. মাউন্ট এভারেস্ট
D. K-2
Ans-D. K-2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.