Top 350 ভূগোল জিকে প্রশ্ন
191.শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী?
(A) পক প্রণালী
(B) বেরিং প্রণালী
(C) জিব্রাল্টার প্রণালী
(D) মালাক্কা প্রণালী
192. কোন শহর ” রাজপ্রাসাদের শহর ” নামে পরিচিত?
(A) চেন্নাই
(B) দিল্লি
(C) কলকাতা
(D) মুম্বাই
193. কোন শহর ” প্রাচ্যের ম্যানচেস্টার ” নামে খ্যাত ?
(A) গাঁধীনগর
(B) হায়দ্রাবাদ
(C) আহমেদাবাদ
(D) গাজিয়াবাদ
194. কোন শহরকে ” প্রাচ্যের ভেনিস বা রোম ” বলে?
(A) কোচি
(B) কলকাতা
(C) গোহাটি
(D) শিলং
195. কোন শহরকে ” মন্দিরের শহর ” বলা হয় ?
(A) মথুরা
(B) বৃন্দাবন
(C) বারাণসী
(D) কাশী
196. কোন শহরকে ” সবুজ নগর ” বলা হয়?
(A) চেন্নাই
(B) বেঙ্গালুরু
(C) মুম্বাই
(D) লখনউ
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* চেন্নাই হল তামিনাডুর রাজ্যের রাজধানী।
* এটি ভারতের দক্ষিণতম রাজ্য।
* প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে পক প্রণালী দ্বারা বিছিন্ন।
* ভাষা তামিল
7. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রমান সময়ের পার্থক্য-
(A) 5 ঘন্টা
(B) 3 ঘন্টা
(C) 30 মিনিট
(D) 1 ঘন্টা
198. কোন শহরে ” কমলালেবুর শহর ” হিসেবে পরিচিত?
(A) রায়পুর
(B) যোধপুর
(C) কানপুর
(D) নাগপুর
199. যে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী-
(A) দমন ও দিউ
(B) দিল্লি
(C) চন্ডীগড়
(D) সিকিম
200. ভারতের কোন রাজ্য একই সাথে 8 রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
(A) তামিলনাড়ু
(B) উত্তরপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) রাজস্থান