Top 350 ভূগোল জিকে প্রশ্ন

341.পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
(A) মাউন্ট এভারেস্ট
(B) কাঞ্চনজঙ্ঘা
(C) K2 বা গডউইন অস্টিন
(D) আনাইমুদি

Ans- (B) কাঞ্চনজঙ্ঘা ( এটি ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এই পর্বত শৃঙ্গটি অবস্থিত ভারত-নেপাল সীমান্তে। এর উচ্চতা 8586 মিটার)।

342. নাঙ্গা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
(A) তামিলনাড়ুতে
(B) ঝাড়খণ্ডে
(C) কাশ্মীরে
(D) রাঁচিতে
Ans- (C) কাশ্মীরে অবস্থিত ( প্রধান হিমালয়ের এটি সুউচ্চ শৃঙ্গ।এর উচ্চতা 8126 মিটার)।

343. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি?
(A) সান্দাকুফ
(B) পিরপাঞ্জাল
(C) চুম্বী
(D) চৌখাম্বা
Ans- (A) সান্দাকুফ ( এটি পূর্ব হিমালয়ের অন্তর্গত সিঙ্গলিলা রেঞ্জের সান্দাকুফ পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ।এটির উচ্চতা 3636 মিটার)।

344. সিন্ধুর উপনদী কয়টি?
(A) 4 টি
(B) 5 টি
(C) 6 টি
(D) 7 টি
Ans- (B) 5 টি ( শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা,বিতস্থা। এই পাঁচটি নদীকে একত্রে “পঞ্চনদের দেশ” বলা হয়)।

345. বিশ্বের বৃহত্তম নদী-মধ্যবর্তী বদ্বীপ কোনটি?
(A) বানস
(B) সুন্দরবন
(C) তিতাস
(D) মাজুলি দ্বীপ
Ans- (D) মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম নদী-মধ্যবর্তী বদ্বীপ (Mid-River Delta)।

346. মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
(A) উলার
(B) সার্গল
(C) সম্বর
Ans- (D) দিদওয়ানা

(C) সম্বর মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ।
347. “ট্র্যাপ”- শব্দের অর্থ কি?
(A) সিঁড়ি
(B) উন্নত
(C) উচ্চতা
(D) দেওয়াল
Ans- (A) সিঁড়ি (ধাপ)

348. ” দক্ষিণ ভারতের শস্যভান্ডার” বলা হয় কাকে?
(A) তামিলনাড়ুকে
(B) তাঞ্জাভুর জেলাকে
(C) কর্ণাটককে
(D) উপরের কোনোটিই নয়
Ans- (B) তাঞ্জাভুর জেলাকে ( করমন্ডল বা তামিলনাড়ু উপকূলের তাঞ্জাভুর জেলাকে “দক্ষিণ ভারতের শস্যভান্ডার” বলা হয় এই জেলায় বছরে দু-বার করে বৃষ্টিপাত হয়। এটি আবার অঞ্চল নামেও পরিচিত)।

349. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(A) নকরেক
(B) ধূপগড়
(C) পরেশনাথ
(D) জম্বুজকো
Ans- (B) ধূপগড় (1350 মিটার)।

350. বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(A) অমরকণ্টক
(B) পরেশনাথ
(C) মানপুর
(D) জাপাভো
Ans- (C) মানপুর (881 মিটার)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.