Top 350 ভূগোল জিকে প্রশ্ন

221.” সার্ক(SAARC)-এর নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি ?
(A) চীন
(B) বাংলাদেশ
(C) মালদ্বীপ
(D) আফগানিস্তান

Ans- (D) আফগানিস্তান(2007 সালে সদস্যপদ গ্রহণ করে, পশুপালন এখানকার প্রধান জীবিকা)

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* 1985 সালে দক্ষিণ এশিয়ার দেশ ভারত,পাকিস্তান, নেপাল,ভুটান,বাংলাদেশ শ্রীলঙ্কা,মালদ্বীপ ও 2007 সালে আফগানিস্তান অর্থাৎ মোট 8টি দেশ নিয়ে এই সার্ক গঠিত হয়, 2014 সালে সার্কের 18 তম সম্মেলনঅনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং 2016 সালের নভেম্বরে সার্কের 19তম সম্মেলন বসে পাকিস্তানের ইসলামাবাদে।
* আফগানিস্তানের দীর্ঘতম নদী হল হেলমন্দ
*আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি।
222. পাকিস্তানের উষ্ণতম স্থান কোনটি?
(A) ইসলামাবাদ
(B) জেকোবাবাদ
(C) রাওয়ালপিন্ডি
(D) লাহোর
Ans- (B) জেকোবাবাদ ( এটি পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান। আর পৃথিবীর প্রথম উষ্ণতম স্থান আলজেরিয়ার লিবিয়া এখানে তাপমাত্রা 134°-136°)

223. কোন শহরকে ” প্রাচ্যের ডান্ডি ” বলা হয় ?
(A) ঢাকা
(B) শ্রীহট্ট
(C) নারায়ণগঞ্জ
(D) রাজশাহী
Ans- (C) নারায়ণগঞ্জকে ( এই শহরটি বাংলাদেশে অবস্থিত)।

224. “ডুরান্ড লাইন” – কোন দুটি দেশের মাঝে সীমান্ত নির্ধারণ করে?
(A) আফগানিস্তান ও ভারত
(B) পাকিস্তান ও চীন
(C) আফগানিস্তান ও ইরান
(D) ভারত ও পাকিস্তান
Ans-(A) আফগানিস্তান ও ভারত (বা আফগানিস্তান ও পাকিস্তান )

225. ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম–
(A) ভুটান
(B) চীন
(C) নেপাল
(D) বাংলাদেশ
Ans- (B) চীন

226. নীচের কোন রাজ্যগুলির পাকিস্তানের সীমারেখা স্পর্শ করেছে-
(A) জম্মু ও কাশ্মীর,পাঞ্জাব,রাজস্থান, হরিয়ানা
(B) জম্মু ও কাশ্মীর,পাঞ্জাব,হরিয়ানা,হিমাচলপ্রদেশ
(C) জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, গুজরাত,রাজস্থান
(D) জম্মু ও কাশ্মীর,গুজরাত,পাঞ্জাব,হরিয়ানা
Ans- (C) জম্মু ও কাশ্মীর,পাঞ্জাব,গুজরাত, রাজস্থান

227. ভারতের স্থলসীমান্ত সবচেয়ে বেশি রয়েছে কোন দেশের সঙ্গে?
(A) নেপাল
(B) ভুটান
(C) পাকিস্তান
(D) বাংলাদেশ
Ans- (D) বাংলাদেশ

228. বর্তমানে সার্কের(SAARC)- সদস্য-রাষ্ট্রের সংখ্যা-
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
Ans- (D) 8 টি

229. মায়ানমারের মুদ্রার নাম কি?
(A) নুলট্রাম
(B) কিয়াত
(C) আফগানি
(D) রোফিয়া
Ans- (B) কিয়াত

230. চীনের মুদ্রার নাম কি ?
(A) রুপি
(D) জাকার্ট
(C) রোফিয়া
(D) ইয়ান
Ans- (D) ইয়ান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.