Top 350 ভূগোল জিকে প্রশ্ন

ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর

151.একটি আগ্নেও পর্বতের উদাহরণ হল?
A. হিমালয়
B. সাতপুরা
C. আরাবল্লী
D. ব্রেন দ্বীপ

Ans-D. ব্রেন দ্বীপ

152. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্ছ শৃঙ্গ ?
A. কালসুবাই
B.মহেন্দ্রগিরি
C. ধূপগড়
D. অমরকণ্টক
Ans-A. কালসুবাই

153. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ ?
A. মানপুর
B. গুরুশিখর
C. পরেশনাথ
D. নকরেক
C. পরেশনাথ l

154. হিমালয়ের কোন অঞ্চলটি ভারতে প্রধান নদনদী গুলির উৎপত্তিস্থল ?
A. শিবালিক
B. হিমাচল
C.টেথিস
D. ট্রান্স -হিমালয়
Ans- D. ট্রান্স -হিমালয়

155. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
A. অমরকণ্টক
B. দোদাবেতা
C. কালসুবাই
D. ধূপগড়
Ans-B. দোদাবেতা।

156.ভারতের বিখ্যাত শৈলশহরগুলির অধিকাংশ অবস্থিত ?
A.হিমাদ্রি হিমালয়
B. হিমাচলে
C.শিবালিক হিমালয়ে
D.টেথিস হিমালয়ে

Ans-B. হিমাচলে

157. ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ ?
A. ফেডচেঙ্কো
B. হিসপার
C. বাটুরা
D.গঙ্গোত্রীই
Ans-A. ফেডচেঙ্কো।

158. গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত ?
A. পীরপাঞ্জল
B.কুমায়ুন হিমালয়
C. কাঞ্চনজঙ্গা
D. কারাকোরাম
Ans-B.কুমায়ুন হিমালয় ।

159. ভোরঘাট পাস কোথায় অবস্থিত ?
A. কর্নাটকে
B. সিকিমে
C. মহারাষ্ট্র
D. কেরলে
Ans-C. মহারাষ্ট্র

160. ভারতের কোন নদী উপদ্বীপ ও মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে ?
A.গঙ্গা
B. নর্মদা
C. গোদাবরী
D.কৃষ্ণা
Ans-B. নর্মদা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.