Top 350 ভূগোল জিকে প্রশ্ন

141.কোন শিল্প কে উদীয়মান শিল্প বলা হয় ?
A. পাট
B.কার্পাশ্বয়ন
C. মোটরগাড়ি নির্মাণ
D. পেট্রোলিয়াম

Ans- D. পেট্রোলিয়াম

142.SAIL এর মুখ্য কার্যালয় অবস্থিত ?
A. মুম্বাই
B. চেন্নাই
C.দিল্লিতে
D.কোলকাতাতে
AnsD.কোলকাতাতে

143.ভারতের কোন রাজ্যে পাটকলের সংখ্যা বেশি ?
A. অসম
B. বিহার
C. পশ্চিমবঙ্গ
D. ত্রিপুরা
Ans-C. পশ্চিমবঙ্গ ।

144.দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত ?
A.কোয়েম্বাটুর
B. মাদুরাই
C. চেন্নাই
D. কোনোটিই নয়
Ans- A.কোয়েম্বাটুর

145.নিচের কোন জোড় টি সঠিক নয়?
A.দুর্গাপুর – ভারতের রূঢ়
B.বেঙ্গালুরু – ভারতের সিলিকন ভ্যালি
C. চেন্নাই-ভারতের ডেট্রটয়েট
D. আমদাবাদ -ভারতের শেফিল্ড
Ans-D. আমদাবাদ -ভারতের শেফিল্ড ।

146.ভারতের বৃহতম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র?
A.ব্যাঙ্গালুরু
B. হায়দ্রাবাদ
C.পুনে
D.জামশেদপুর

Ans-A.ব্যাঙ্গালুরু

147. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
A.হিন্দমোটর
B. গুরগাঁও
C.পুনে
D.জামশেদপুর
Ans-B. গুরগাঁও এ

148. কোন শিল্প কে শিকড় আলগা শিল্প বলা হয় ?
A.লোহা-ইস্পাত শিল্প
B. কার্পাস বয়ন শিল্প
C. তথ্যপ্রযুক্তি শিল্প
D. পেট্রোরাসায়ন শিল্প
AnsB. কার্পাস বয়ন শিল্প ।

149. উপকূলভাগে অবস্থিত একমাত্র লোহা ইস্পাত কেন্দ্র ?
A.ভদ্রাবতী
B. ভিলায়
C.বিশাখাপত্তনম
D.বিজয়নগর
Ans-C.বিশাখাপত্তনম

150. ভারত এর বৃহতম তৈলখনিটি হলো ?
A.নাহারকটিকা
B.বোম্বে হাই
C. দিগ্বলয়
D.আঁকলেশ্বর
Ans-B.বোম্বে হাই ।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (মিসলেনিয়াস)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.