Top 350 ভূগোল জিকে প্রশ্ন

81.ভারতের প্রধান বাগিচা ফসল হলো?
A.চা
B. ধান
C. পাট
D. কার্পাস

A.চা

82.কফি উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য?
A. কর্ণাটক
B. অন্ধ্রপ্রদেশ
C. কেরল
D. তামিলনাড্ডু
A. কর্ণাটক

83.ভারতের কত শতাংশ অধিবাসী কৃষির উপর নির্ভরশীল ?
A. ৬০
B.৫০
C. ৪৭
D. ৬৮
A. ৬০

84. বৃষ্টির জলের অভাবজনিত কারণে জলসেচের ওপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা কে বলা হয় ?
A. আদ্র কৃষি
B.শুস্ক কৃষি
C. সেচন কৃষি
D. কোনোটিই নয়
C. সেচন কৃষি

85. ইক্ষু এক প্রকার?
A. পানীয় ফসল
B.বাগিচা ফসল
C. তন্তুজ ফসল
D. কোনোটিই নয়
D. কোনোটিই নয়

বিজ্ঞান সাধারণ জ্ঞান 

86.কোন প্রকার মাটিতে বাদাম ও তৈলবীজ উৎপাদন বেশি হয় ?
A.পলি মাটি
B. কৃষ্ণমাটি
C.ল্যাটেরিতেমাটি
D.কোনোটিই নয়

Ans-B. কৃষ্ণমাটি

87. নিম্নলিখিত পর্দাথগুলির মধ্যে কোনটি আধিক্যের কারণে লোহিত মৃত্তিকা ছিদ্রযুক্ত হয় ?
A. বালি
B. কাদা
C. জৈবপ্রদ্ধাথ
D. কোনোটিই নয়
A. বালি

88. নিচের কোনটা একটি সনাতনী ধান বীজের উদহারণ ?
A. কল্যানসোনা
B. রত্না
C. বাসমতি
D. কোনোটিই নয়
C. বাসমতি।

89. কোন শহরে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অবস্থিত ?
A. কোয়েম্বাটুর
B. পুসা
C. মাদুরাই
D. কোনোটিই নয়
B. পুসা

90.সফেদ লারমা একপ্রকার ভারতীয় প্রজাতির ?
A. গম
B.ধান
C. পাট
D. কার্পাস
A. গম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.