Top 350 ভূগোল জিকে প্রশ্ন
81.ভারতের প্রধান বাগিচা ফসল হলো?
A.চা
B. ধান
C. পাট
D. কার্পাস
82.কফি উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্য?
A. কর্ণাটক
B. অন্ধ্রপ্রদেশ
C. কেরল
D. তামিলনাড্ডু
83.ভারতের কত শতাংশ অধিবাসী কৃষির উপর নির্ভরশীল ?
A. ৬০
B.৫০
C. ৪৭
D. ৬৮
84. বৃষ্টির জলের অভাবজনিত কারণে জলসেচের ওপর নির্ভরশীল কৃষি ব্যবস্থা কে বলা হয় ?
A. আদ্র কৃষি
B.শুস্ক কৃষি
C. সেচন কৃষি
D. কোনোটিই নয়
85. ইক্ষু এক প্রকার?
A. পানীয় ফসল
B.বাগিচা ফসল
C. তন্তুজ ফসল
D. কোনোটিই নয়
86.কোন প্রকার মাটিতে বাদাম ও তৈলবীজ উৎপাদন বেশি হয় ?
A.পলি মাটি
B. কৃষ্ণমাটি
C.ল্যাটেরিতেমাটি
D.কোনোটিই নয়
87. নিম্নলিখিত পর্দাথগুলির মধ্যে কোনটি আধিক্যের কারণে লোহিত মৃত্তিকা ছিদ্রযুক্ত হয় ?
A. বালি
B. কাদা
C. জৈবপ্রদ্ধাথ
D. কোনোটিই নয়
88. নিচের কোনটা একটি সনাতনী ধান বীজের উদহারণ ?
A. কল্যানসোনা
B. রত্না
C. বাসমতি
D. কোনোটিই নয়
89. কোন শহরে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ অবস্থিত ?
A. কোয়েম্বাটুর
B. পুসা
C. মাদুরাই
D. কোনোটিই নয়
90.সফেদ লারমা একপ্রকার ভারতীয় প্রজাতির ?
A. গম
B.ধান
C. পাট
D. কার্পাস