Top Ten GK of the Day: 24 October 2019

1. ইকোনমিক্স কে Macro Economics এবং Micro Economics এ বিভক্ত করেছিলেন কে?
(A) JM Keynes
(B) Milton Friedman
(C) Ragnar Frisch
(D) Adam Smith

Ans-(C) Ragnar Frisch (ইনি নরওয়ের একজন অর্থনীতিবীদ ছিলেন। যিনি ১৯৬৯ সালে নোবেল প্রাইজ পান। )

2. অৰ্থনীতিতে rate of growth বা বৃদ্ধি মাপা হয় কিসের উপর ভিত্তি করে?
(A) মাথা পিছু আয়ের উপর ভিত্তি করে
(B) কলকারখানার বৃদ্ধির উপর
(C) কত লোক দারিদ্রসীমার উপরে উঠল তার উপর ভিত্তি করে
(D) জাতীয় আয়ের উপর ভিত্তি করে
Ans-(D) জাতীয় আয়ের উপর ভিত্তি করে

3. ভারতের সুপ্রিম কোর্ট (সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া) কত সালে প্রতিষ্ঠিত হয়?
(A) 1937
(B) 1773
(C) 1784
(D) 1918
Ans-(A) 1937 (1937 সালের ১ অক্টোবর, ভারতের সুপ্রিম কোর্ট প্রতিঠিত হয়। আগে এই কোর্টের নাম ছিল ফেডারেল কোর্ট। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫০ সালে এই কোর্টের নাম দেওয়া হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। )

4. কোন আইনের দ্বারা ভারতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিঠিত হয়েছিল?
(A) Regulacting Act, 1773
(B) Pitts India Act, 1784
(C) Charter Act, 1813
(D) Charter Act, 1833
Ans-(A) Regulacting Act, 1773

5. কততম সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েত রাজের প্রতিষ্ঠা হয়?
(A) 93 তম
(B) 44 তম
(C) 42 তম
(D) 73 তম
Ans-(D) 73 তম (ভারতে পঞ্চায়েতরাজ চালু হয় ১৯৯২ সালে। ১৯৫৭ সালে বলবন্ত রাই মেহতা কমিটি প্রথম এই ব্যবস্থা চালুর সুপারিশ করে। )

6. মৃত্যুদন্ড ক্ষমা করার অধিকার আছে একমাত্র কার হাতে?
(A) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(B) প্রধানমন্ত্রী
(C) এটর্নি জেনারেল
(D) রাষ্ট্রপতি
Ans-(D) রাষ্ট্রপতির হাতে

7. The Union Public Service Comission (UPSC) সংবিধানের কোন ধারার বলে চালু করে হয়েছে?
(A) Article 315
(B) Article 320
(C) Article 325
(D) Article 335
Ans-(A) Article 315

8. গান্ধীজি ডান্ডি মার্চ শুরু করেছিলেন কি কারনে?
(A) পূর্ণ স্বরাজের দাবিতে
(B) হোম রুলের জন্য
(C) ইংরেজ সরকারের লবন আইনের বিরোধিতা করে
(D) ইংরেজ সরকারকে দেশ ছাড়া করতে
Ans-(C) ইংরেজ সরকারের লবন আইনের বিরোধিতা করে (ইংরেজ সরকার প্রবর্তিত লবন আইনের বিরোধিতা করে 12 March 1930 থেকে 6 April 1930 পর্যন্ত গান্ধীজি ডান্ডি মার্চ করেন। )

9. হরপ্পা সভ্যতার লোকেরা নিচের কোন দেবদেবীর পূজা করত?
(A) শিব, পার্বতী, বিষ্ণু
(B) বিভিন্ন মাতৃ দেবী ও পশুপতির
(C) বিভিন্ন মাতৃ দেবী ও বিষ্ণুর
(D) পশুপতি ও বিষ্ণুর
Ans-(B) বিভিন্ন মাতৃ দেবী ও পশুপতির

10. আকবরের রাজসভা কোন বিখ্যাত কবি অলংকৃত করতেন?
(A) বীরবল
(B) তুলসীদাস
(C) আব্দুর রহিম খান ই খানান
(D) বৈরম খান
Ans-(C) আব্দুর রহিম খান ই খানান (এখানে মনে রাখবেন বৈরম খান ছিলেন মুঘল সম্রাট হুমায়ুন এবং আকবরের একজন গুরুত্ব পূর্ণ সেনা কমান্ডার )

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Geography Gk Questions in BengaliBasic General Knowledge
Current Affairs January to June 2019History GK Questions in Bengali 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.