Top 350 ভূগোল জিকে প্রশ্ন
101.মাহারাষ্টের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে ?
A. রেগোলিথ
B. খোদার
C.রেগুর
D. ভাবর
102.নবীন পলি নামে কোন মৃত্তিকা পরিচিত ?
A. ভাঙ্গর
B. ভাবর
C. খাদের
D.পডজল
103. বনভূমি ও পার্বত্য অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত ?
A. লালমাটি
B. পলিমাটি
C.রেগুর
D.পডজল
104. তামিলনাড়ু রাজ্যের মৃত্তিকা কী প্রকৃতির ?
A. পডজল
B. পলিমাটি
C. লালমাটি
D. কৃষ্ণ মৃত্তিকা
105. কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযোগী কারণ ?
A.এই মৃত্তিকায় আদ্রতা বেশি
B. এটি লাভা থেকে সৃষ্ট
C.এই মৃত্তিকা মালভূমি অঞ্চলে দেখা যায়
D. এই মৃত্তিকার বর্ণ কালো
আরো পড়ুন –
106.মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি?
A.রেহ
B. সিরোজেম
C.বেট
D. পডজল
107.দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কি ধরণের মৃত্তিকা দেখা যায় ?
A. ল্যাটেরাইট
B. পলিমাটি
C. লালমাটি
D. কৃষ্ণ মৃত্তিকা
108. রাজস্থানের মাটি কি প্রকৃতির ?
A. লালমাটি
B. কৃষ্ণ মৃত্তিকা
C. ল্যাটেরাইট
D. মরুঅঞ্চলের মাটি
109. মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞান কে বলা হয় ?
A. সেফোলজি
B. পোডোলজি
C.অনকোলজি
D.আরোলোজি
110. যে ধরণের মৃত্তিকায় বালি ও কাদার ভাগ সমান তাকে বলে ——-
A. দোআঁশ মাটি
B. বেলে মাটি
C. এটেল মাটি
D. কৃষ্ণ মাটি