Top 350 ভূগোল জিকে প্রশ্ন
161.ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়?
(A) লাক্ষাদ্বীপে
(B) দমন ও দিউ-এ
(C) সুন্দরবনে
(D) নর্মদা নদীর মোহনায়
162. ছত্তিশগড় রাজ্যটি 1 নভেম্বর, 2000 সালে গঠিত হয়েছে।এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল?
(A) মধ্যপ্রদেশ
(B) উড়িষ্যা
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার
163. ভারতের কোন রাজ্যের সীমা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) বিহার
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* এই রাজ্যের জেলার সংখ্যা সর্বাধিক (72টি)
* রাজধানী লখনউ
* আয়তন 2,40,928 বর্গকিলোমিটার
* ভাষা-হিন্দি ও উর্দু
164. কর্কটক্রান্তি রেখা নিন্মলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে?
(A) মধ্যপ্রদেশ
(B) উত্তরপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) অন্ধ্রপ্রদেশ
165. কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত ?
(A) গুজরাত
(B) অন্ধ্রপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহার
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* এই বিহার রাজ্যে জনঘনত্ব সর্বাধিক(1102 জন/বর্গকিমি)
* সাক্ষরতার হার সর্বনিম্ন( 63.82%)
রাজধানীর নাম পাটনা
প্রধান ভাষা হিন্দি, উর্দু, ভোজপুরী,মৈথিলী
166. ভারতের কেন্দ্রোশাসিত রাজ্য গুলির মধ্যে ক্ষুদ্রতম হল-
(A) পুদুচেরি
(B) লাক্ষাদ্বীপ
(C) দমন ও দিউ
(D) চন্ডীগর
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
লাক্ষাদ্বীপের জনসংখ্যা সর্বনিম্ন
* তপশিলি উপজাতি সর্বোচ্চ (94.5%)
* রাজধানী কভারাত্তি
* আয়তন 32 বর্গকিমি
* ভাষা মালয়ালম, জেসেরি( দ্বীপ ভাষা), মহল।
167. কোন শহর ” গোলাপি শহর” নামে পরিচিত?
(A) জয়পুর
(B) নাগপুর
(C) কানপুর
(D) কোচি
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
* রাজস্থান আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য ( 3,42,239 বর্গকিমি)
* নারী শিক্ষার হার সর্বনিম্ন (52.66%)
* প্রধান ভাষা রাজস্থানী, হিন্দি
168. কোন স্থানের সময়কে ভারতীয় প্রমান সময় (IST) হিসেবে ধরা হয়?
(A) পানাজি
(B) কলকাতা
(C) এলাহাবাদ
(D) নয়া দিল্লি
169. পৃথিবীতে সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে?
(A) চীন
(B) ভারত
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
170. হায়দ্রাবাদের যমজ শহর কোনটি?
(A) সেকেন্দ্রাবাদ
(B) আহমেদাবাদ
(C) বেঙ্গালুরু
(D) চন্ডীগড়